Logo
Logo
×

বিনোদন

বন্যপ্রাণীদের নীরব এলকায় সজল-বুবলীর শুটিং, ক্ষুব্ধ জয়া যা বললেন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৫, ০৫:৩০ পিএম

বন্যপ্রাণীদের নীরব এলকায় সজল-বুবলীর শুটিং, ক্ষুব্ধ জয়া যা বললেন

আব্দুন নূর সজল (বাম থেকে) জয়া আহসান ও শবনম বুবলী

শেরপুরের নালিতাবাড়ীর ভারতীয় সীমান্তঘেঁষা পাহাড়ি এলাকায় চলছে শবনম বুবলী ও আব্দুন নূর সজল অভিনীত নতুন সিনেমা ‘শাপলা শালুক’-এর শুটিং। গত নয়দিন ধরে পুরো ইউনিট ব্যস্ত সময় পার করছে এই নির্জন লোকেশনে।

তবে সম্প্রতি শুটিং স্পট থেকে উঠে এসেছে নতুন খবর। শ্যুটিংয়ের সময় তাদের টিমের ওপর হামলা চালিয়েছে প্রায় ৮-৯টি বন্য হাতির একটি দল। বিষয়টি নিশ্চিত করে সজল জানান, ‘গত ৯ দিন ধরে এখানে শুটিং করছি। এখানে প্রায়সময়ই বন্যহাতি আক্রমণ করে। আমাদের সেটে প্রায় ৮/৯টা বন্যহাতি আক্রমণ করেছিল। সবাই ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। পরে কোনোভাবে তাদেরকে সেখানে থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সেভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমাদের।’

বুবলী শুটিং লোকেশন সম্পর্কে বলেছিলেন, ‘এই লোকেশনে আগে কখনো শুটিং করিনি। পরিবেশটা খুবই নিরিবিলি। দর্শকদের জন্য চোখ জুড়ানো লোকেশন হবে।’

এই ঘটনার পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি মনে করছেন, এই শুটিংয়ের ফলে বনের পরিবেশ নষ্ট হচ্ছে। ফলে সজল-বুবলীর এই সিমেনার শুটিং বন্ধে বন বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন জয়া আহসান।

বৃহস্পতিবার (২৯ মে) সকালে নিজের ফেসবুকে একটি সংবাদ ফটোকার্ড শেয়ার করে তিনি লেখেন, ‘এই আরেক উপদ্রব বনের ভেতর। বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি। মন চাইলেই লাইট ক্যামেরা একশন শুরু করা যায়?’

জয়া প্রশ্ন তোলেন, ‘মাইকের শব্দ, শুটিং টিমের বর্জ্য, গান-বাজনা এগুলো কি এলাউ করা ঠিক হবে এরকম একটা সেন্সিটিভ জায়গায়?’

জয়ার এই অবস্থানের সঙ্গে অনেকেই একমত পোষণ করেছেন। সামাজিক মাধ্যমে অনেকেই মন্তব্য করছেন, বনের মতো প্রাকৃতিক পরিবেশে শুটিং ইউনিটের কোলাহল, শব্দ ও বর্জ্য বন্যপ্রাণীর জন্য ক্ষতিকর।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম