‘তাণ্ডব’ নিয়ে গুঞ্জন, শাকিবকে পাশে নিয়ে রাফীর স্পষ্ট বার্তা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ৩১ মে ২০২৫, ০৬:৩১ পিএম
শাকিব খান ও রায়হান রাফী। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ঈদ মানেই যেন ঢালিউডে সুপারস্টার শাকিব খানের রাজত্ব। আর সঙ্গে রায়হান রাফী থাকলে তো কোনো কথাই নেই, সিনেমার দাপট চলে অন্যরকম। গত বছর ‘তুফান’ দিয়ে ঢাকাই সিনেমায় ঝড় তুলেছিলেন এই জুটি। এবার ঈদে তারা ফিরছেন নতুন সিনেমা ‘তাণ্ডব’ নিয়ে।
সিনেমাটি ঘিরে শুরু থেকেই দর্শকদের আগ্রহ তুঙ্গে। শাকিব খানকে কেন্দ্র করে তৈরি হওয়া এই সিনেমা নিয়ে চারদিকে শোনা যাচ্ছে নানান গুঞ্জন। বিশেষ করে পর্দায় তার সঙ্গে কে স্ক্রিন শেয়ার করছেন—তা নিয়ে চলছে জোর আলোচনা।
প্রথমে গুঞ্জন ওঠে, ‘তাণ্ডব’-এ শাকিবের সঙ্গে অভিনয় করছেন আফরান নিশো। পরে শোনা যায়, নিশোর বদলে সিনেমায় থাকছেন সিয়াম আহমেদ। এরই মধ্যে খবর রটে, নিশোর একটি ক্যামিওর জন্য রাফীর ওপরে নাখোঁশ হয়েছেন শাকিব। যে কারণে শুটিংয়েও অংশ নেননি তিনি।
এসব গুঞ্জনের মাঝেই নির্মাতা রায়হান রাফী সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খানের সঙ্গে একটি ছবি পোস্ট করে ভক্তদের উদ্দেশে বার্তা দিয়েছেন। শনিবার (৩১ মে) ভারতে তোলা ছবিটি পোস্ট করে তিনি লেখেন, ‘আমরা একসাথে যা করতে পারি, একা কখনোই তা সম্ভব নয়। আমরা আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী। ’
সমালোচকদের উদ্দেশে তিনি আরও লেখেন, ‘চিলে কান নিয়ে গেছে ভাবলে চলবে না। তার আগে কান স্পর্শ করে দেখতে হবে আদেও চিলে কান নিয়ে গেছে কিনা! গুজব থেকে ১০০০ হাত দূরে থাকুন।’
সবশেষে রাফি হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘ডাবিং শেষ। ‘তাণ্ডব’ ঝড় আসছে। মেগাস্টার শাকিব খান। পরিচালক রায়হান রাফী।
জানা গেছে, ‘তাণ্ডব’-এর শুটিং ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং বর্তমানে চলছে সম্পাদনার শেষ ধাপ। খুব শিগগিরই ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে।
প্রযোজনা সংস্থা সূত্রে জানা যায়, একটি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনা ঘিরেই এগিয়ে যাবে সিনেমার গল্প। ছবির কাহিনি রচনা করেছেন পরিচালক নিজেই, আর চিত্রনাট্য যৌথভাবে করেছেন আদনান আদিব খান ও রায়হান রাফী।
আসন্ন ঈদে দেশের প্রায় দেড় শতাধিক সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে ‘তাণ্ডব’। এটি হতে যাচ্ছে এবারের ঈদের সবচেয়ে বড় বাজেটের ও তারকাবহুল সিনেমা, যেখানে প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরকে।
