Logo
Logo
×

বিনোদন

সড়ক দুর্ঘটনার কবলে চিত্রনায়ক বাপ্পি

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৬:১৬ পিএম

সড়ক দুর্ঘটনার কবলে চিত্রনায়ক বাপ্পি

অভিনেতা বাপ্পি চৌধুরী

সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ঢাকাই সিনেমার নায়ক বাপ্পি চৌধুরী। নারায়ণগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে  তার গাড়িতে (প্রাইভেট কার) ধাক্কা দেয় একটি ট্রাক। তাতে তাকে বহনকারী গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও, প্রাণে বেঁচে যান নায়ক। ঘটনাটি ঘটে রোববার রাত ১১টায় যাত্রাবাড়ী ফ্লাইওভারে।

জানা গেছে, রোববার রাতে বাপ্পি নারায়াণগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন। তার গাড়ি যাত্রাবাড়ী ফ্লাইওভারে দিয়ে স্বাভাবিকভাবে যাচ্ছিল। কিন্তু হঠাৎ একটি ট্রাক সজোরে ধাক্কা মারে। এতে ক্ষতিগ্রস্ত হয় বাপ্পির গাড়ি। এরপর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ট্রাকটি আটক করে। এ বিষয়ে থানায় একটি মামলাও করা হয়েছে।

নায়ক বাপ্পি চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশিচত করে বলেন, ‘অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি। আমি এখনো ট্রমার মধ্যে আছি।’

উল্লেখ্য, আসন্ন ঈদে টেলিভিশনে মুক্তি পাচ্ছে বাপ্পি চৌধুরী অভিনীত সিনেমা 'কুস্তিগির'। এটি পরিচালনা করেছেন শাহিন সুমন। এ সিনেমার গল্প গড়ে উঠেছে বাংলার ঐতিহ্যবাহী কুস্তি খেলার পটভূমিতে। এর শুটিং হয়েছিল গাজীপুর, কুমিল্লা, নরসিংদীসহ দেশের বিভিন্ন লোকেশনে। এতে বাপ্পী চৌধুরীর বিপরীতে আছেন জাহারা মিতু। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, সাবেরী আলম, সুব্রত প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম