Logo
Logo
×

বিনোদন

পারিবারিক গল্পের নাটকে দিলারা জামান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৫, ১০:১৩ পিএম

পারিবারিক গল্পের নাটকে দিলারা জামান

ছবি: সংগৃহীত

গত ঈদে কয়েকটি পারিবারিক গল্পের নাটক মুক্তি পেয়েছিল। সেই ধারাবাহিকতায় এবারের ঈদেও একাধিক নাটক আসছে পরিবারের গল্পে। তার মধ্যে একটি হচ্ছে রেজানুর রহমান পরিচালিত ‘একটি পারিবারিক গল্পের খসড়া’।

বউ শাশুড়ির দ্বন্দ্বের পরিণতি একটি সুখী সংসারকে কোথায় নিয়ে দাঁড় করায় তার করুণ পরিণতি দেখানো হয়েছে নাটকটিতে। এটি ঈদের আগের দিন সন্ধ্যা ৭টা ৫০মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে।

নির্মাতা বলেন, ‘সংসার হলো মায়ার খেলা। শ্রদ্ধা, ভালোবাসা আর গুরুত্বের নির্যাসে সংসারে মা, বাবা, স্ত্রী, পুত্র ও কন্যার মধ্যে মায়ার সৃষ্টি হয়। এ নাটকে এসব বিষয়েই গুরুত্ব দেওয়া হয়েছে। সংসারে বউ শাশুড়ির যুদ্ধ নতুন ঘটনা নয়। তাই বলে বিষয়টিকে উপেক্ষা করাও উচিৎ নয়।’

নাটকটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান। তিনি বলেন, ‘এ ধরনের নাটক এখন কমই নির্মিত হয়। এ নাটকটির গল্প ভালো। কাজ করে ভালো লেগেছে। আশা করি দর্শকদের পছন্দ হবে।’

এতে আরও অভিনয় করেছেন মোহাম্মদ বারী, হাফিজুর রহমান সুরজ, মাহবুবা রেজানুর, রাজিব সালেহীন, মাহফুজা আফনান অপ্সরা, রুনি, দীপান্বিতা প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম