Logo
Logo
×

বিনোদন

ঈদে আসছে তটিনীর ‘মন মঞ্জিল’

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১০:৫৮ পিএম

ঈদে  আসছে তটিনীর ‘মন মঞ্জিল’

তানজিম সাইয়ারা তটিনী। ছবি: সংগৃহীত

নাটকের ব্যস্ত তরুণ অভিনয়শিল্পীদের মধ্যে অন্যতম তানজিম সাইয়ারা তটিনী। কুরবানির ঈদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। 

গত ঈদেও তার অভিনীত একাধিক নাটক প্রচার হয়। ওই সময় এ অভিনেত্রীর তিনটি নাটক ছিল ইউটিউব ট্রেন্ডিংয়ে। এর মধ্যে একটি হচ্ছে ‘মন দিওয়ানা’। হাসিব হোসাইন রাখির পরিচালনায় এতে তিনি জুটি বেঁধেছিলেন তৌসিফ মাহবুবের সঙ্গে। 

এবার এ জুটিকে নিয়েই একই নির্মাতা নির্মাণ করলেন ‘মন মঞ্জিল’ নামে আরও একটি নাটক। শুটিং হয়েছে রাজশাহীতে। 

এ প্রসঙ্গে তটিনী বলেন, ‘আমার অভিনীত প্রত্যেকটি নাটক আমার কাছে ভালোবাসার। কিন্তু এরপরও কিছু নাটক থাকে যা একটু বেশিই পছন্দের হয়। এটিও তেমন একটি। গত ঈদের মন দিওয়ানা যারা পছন্দ করেছেন, তাদের জন্যই মন মঞ্জিল। এটির শুটিং করতে গিয়ে আনন্দের সঙ্গে অনেক কষ্টের অভিজ্ঞতাও রয়েছে। সব কষ্ট দূর হবে যদি নাটকটি দর্শক পছন্দ করেন।’ 

এছাড়া এবারের ঈদে নিজের অভিনীত একাধিক নাটক প্রচার হবে বলে জানিয়েছেন এ অভিনেত্রী। এরমধ্যে বেশ কিছু নাটকের শুটিং শেষ করেছেন তিনি। বাকি নাটকগুলোর শুটিং ঈদের আগেই শেষ হয়ে যাবে বলেও জানান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম