Logo
Logo
×

বিনোদন

কিয়ারার সন্তানের জন্য আলিয়ার বিশেষ উপহার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৫:৩৩ পিএম

কিয়ারার সন্তানের জন্য আলিয়ার বিশেষ উপহার

প্রথম সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। অন্তঃসত্ত্বা কিয়ারা কিছুদিন আগেই মেট গালায় উপস্থিত হয়ে আলোচনায় আসেন। এরই মধ্যে বন্ধু-সহকর্মী অভিনেত্রী আলিয়া ভাটের কাছ থেকে পেলেন বিশেষ উপহার।

বুধবার (৪ জুন) নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেন কিয়ারা। সেখানে দেখা যায় নবজাতকের জন্য ছোট্ট আরামদায়ক পোশাক। ছবির ক্যাপশনে কিয়ারা লিখেছেন, ‘ধন্যবাদ মাম্মা @Aliabhatt।’

ছবির সঙ্গে আলিয়ার লেখা একটি হাতে লেখা নোটও প্রকাশ্যে এসেছে। সেখানে লেখা ছিল, প্রিয় কিয়ারা, তোমার এই বিশেষ সময়ে, নতুন অধ্যায়ে পা রাখার মুহূর্তে তোমাকে আলিঙ্গন পাঠাচ্ছি। আমি জানি এই অধ্যায় যেমন সুন্দর, ততটা ক্লান্তিকর। তাই আমি এড এ মাম্মার পক্ষ থেকে অতিরিক্ত যত্ন ও ভালোবাসার সাথে তৈরি করা আরামদায়ক কিছু একত্রিত করলাম। বিশ্রাম নাও এবং সবকিছু উপভোগ করো। তুমি এটা পাওয়ার যোগ্য। অনেক ভালোবাসা।’

 এক কন্যাসন্তানের মা আলিয়া ভাট। ব্যক্তিজীবনের পাশাপাশি পেশাগতভাবেও ব্যস্ত সময় পার করছেন তিনি। সামনে মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত সিনেমা ‘আলফা ’ ও ‘লাভ অ্যান্ড ওয়ার’, যেখানে তার সঙ্গে আছেন রণবীর কাপুর ও ভিকি কৌশল।

অন্যদিকে কিয়ারা আদভানিকে আগামীতে দেখা যাবে ‘ওয়ার টু ’সিনেমায়। এই অ্যাকশনধর্মী সিনেমাটিতে তার সঙ্গে রয়েছেন হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর। অয়ন মুখার্জি পরিচালিত এই সিনেমা মুক্তি পাবে ১৪ আগস্ট।

বন্ধুত্ব আর ভালোবাসার এ উপহার বিনিময় বলিউডে তারকাদের মধ্যে আন্তরিক সম্পর্কের আরেকটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম