Logo
Logo
×

বিনোদন

রানি কেন ফিরিয়েছিলেন ‘দিল সে’র অফার?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৫:৪৪ পিএম

রানি কেন ফিরিয়েছিলেন ‘দিল সে’র অফার?

সংগৃহীত ছবি

সব সময় বাছাই করে ছবিতে কাজ করেছেন রানি মুখার্জি। তার কাছে ‘দিল সে’র প্রীতি নায়ারের চরিত্রটি আসার পর ফিরিয়ে দেন অফার।

দ্বিতীয় পছন্দ হিসেবে প্রীতি জিনতার কাছে যায় প্রস্তাব। দ্বিতীয়বার ভাবেননি প্রীতি। লুফে নিয়েছিলেন অফার। শাহরুখ খানের বিপরীতে তার ‘জিয়া জলে’ গানের সঙ্গে নাচ ভোলার নয়।

তবে খুঁতখুঁতে রানি কেন ফিরিয়েছিলেন ‘দিল সে’র অফার? দুটি কারণ আছে—সেটি ছিল দ্বিতীয় নায়িকার চরিত্র, প্রধান নয়। প্রধান লিড নায়িকা ছিলেন মনীষা কৈরালা। রানি কিছুতেই দ্বিতীয় নায়িকা হতে চাননি।

দুই, চরিত্রটির জায়গাও পর্দায় ছিল কম। ফলে, তিনি অফার ফিরিয়ে দেন। যদিও মণিরত্নমের ছবিকে না বলে এবং শাহরুখ খানের বিপরীতে অভিনয় না করে কোনও আক্ষেপ নেই অভিনেত্রীর মনে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম