
সংগৃহীত ছবি
মুম্বাইয়ের বান্দ্রায় ২৫০ কোটি রুপি খরচ করে নিজেদের স্বপ্নের বাড়ি তৈরি করলেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। ছয়তলা বিলাসবহুল বাড়িটির নামকরণ করা হয়েছে রণবীরের প্রয়াত ঠাকুমা কৃষ্ণা রাজ কাপুরের নামে—‘কৃষ্ণা রাজ’। গত কয়েক বছর ধরে বাড়িটির নির্মাণকাজ চলছিল।
সম্প্রতি এক সাংবাদিকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, সম্পূর্ণভাবে প্রস্তুত ‘কৃষ্ণা রাজ’ ভবনটি। ধূসর আর হালকা নীল রঙের বাড়িটি কাচের ব্যালকনি ও বড় বড় জানালায় সাজানো। কিন্তু এই ভিডিও প্রকাশ্যে আসতেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে নেটদুনিয়ায়। কেউ কেউ বাড়িটিকে অফিসের সঙ্গে তুলনা করেছেন, কেউ আবার বলেছেন, "খাঁচার মতো বাড়ি", কেউ কেউ বলেছেন, "সবুজায়নের অভাব আছে"।
জানা গেছে, ১৯৮০ সালে রাজ কাপুর ও কৃষ্ণা রাজ কাপুর এই সম্পত্তি ঋষি কাপুর ও নীতু কাপুরের নামে লিখে দেন। এখন সেই সম্পত্তিতেই তৈরি হয়েছে নতুন এই বাড়ি। বাড়িটির রেজিস্ট্রি করা হবে রণবীর-আলিয়ার কন্যা রাহার নামে।
বলিউড মাধ্যম সূত্রে খবর, ছয় তলার এই বিলাসবহুল বাংলোকে একেবারে মনমতো সাজিয়েছেন রণবীর-আলিয়া। অন্দরমহলের সাজসজ্জা দেখলেও নাকি চোখ কপালে উঠবে। খুব শিগগিরিই তারা গৃহপ্রবেশ করবেন বলেও জানা গেছে।