Logo
Logo
×

বিনোদন

কেমন আছেন জাহিদ হাসান, নিজেই জানালেন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৭:০৯ পিএম

কেমন আছেন জাহিদ হাসান, নিজেই জানালেন

অভিনেতা জাহিদ হাসান। ফাইল ছবি

জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ঠান্ডজনিত সমস্যা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। গত শুক্রবার (ঈদের আগের দিন) হঠাৎ করে অসুস্থতা বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে- এমনটাই জানালেন অভিনেতা নিজে।

মঙ্গলবার জাহিদ হাসান জানান, তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। এখন তিনি কিছুটা সুস্থতা বোধ করছেন।

গত ১০ জানুয়ারি নাটকের শুটিংয়ে নেপাল গিয়েছিলেন জাহিদ হাসান।  সেখানে ঠান্ডা লাগে। সাতদিন নেপালে থেকে অসুস্থ হয়ে পড়েন। 

এরপর ১৭ তারিখ শুটিং শেষে নেপাল থেকে ফিরেই সাধারণ চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন এই অভিনেতা। তখন তার শারীরিক অবস্থা বেগতিক দেখে চিকিৎসক হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

জাহিদ হাসান বলেন, ‘আমি এখনো হাসপাতালে রয়েছি। চিকিৎসকরা জানিয়েছেন আরও কিছু দিন থাকতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন।’

এর আগে, গত শুক্রবার অভিনেতাকে হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক জানান, জাহিদ হাসান নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। এদিকে, এ ঈদে জাহিদ হাসান অভিনীত সিনেমা ‘উৎসব’ মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন তানিম নূর। সিনেমাতে আরও অভিনয় করেছেন সাদিয়া আয়মান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, আফসানা মিমি, অপি করিমসহ অনেকে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম