আমিরের রসিকতা
বিবাহিত জীবনে সফল না হলেও বিচ্ছেদে কিন্তু সফল!

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৫, ০৩:১৬ পিএম

একের পর এক বিয়ে আর বিচ্ছেদ। আর তা নিয়েই রসিকতায় মাতলেন আমির খান। বলিউডে ‘মি. পারফেকশনিস্ট’ পরিচিতি পাওয়া আমির নাকি তার কাজের থেকেও বেশি আলোচিত ব্যক্তিগত জীবনের কারণে। ৬০ বছর বয়সেও তার জীবনে রয়েছে টাটকা প্রেম। গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মাস চারেক। তার আগের দু’টি বিয়েই ব্যর্থ। ব্যক্তিজীবনে এই ভাঙাগড়া তার মনে ছাপ ফেলে না?
‘সিতারে জমিন পর’-এর প্রচারে ছবি বা অভিনয় জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও অকপট অভিনেতা। তার কথায়, ‘বিবাহিত জীবনে সফল না-ই হতে পারি, বিচ্ছেদে কিন্তু সফল! প্রত্যেক বার শান্তিপূর্ণ বিচ্ছেদ ঘটিয়েছি।’
তার পরই তিনি গম্ভীর। জানিয়েছেন, প্রত্যেক বার তার বিচ্ছেদ শান্তিপূর্ণ হলেও পরিবারের ক্ষেত্রে এই পরিস্থিতি সুখকর নয়। কেউ খুব খুশি মনে বিচ্ছেদের সিদ্ধান্ত নেয় না। এক সময় মনে হয়, সম্পর্কটা যেন আর আগের মতো নেই। আমিরের কথায়, ‘কিন্তু আমি আবার ভান করতে পারি না! কিরণের সঙ্গে খুব সুখে আছি। আমাদের মধ্যে সব ঠিক আছে। আমার মতে, সত্যের মুখোমুখি হওয়াই বাঞ্ছনীয়।’ অভিনেতার এই বক্তব্য ইতোমধ্যেই ভাইরাল হয়েছে।
আনন্দবাজার বলছে, যদিও অতীতের তিক্ত অভিজ্ঞতা প্রেমের প্রতি তার বিশ্বাস টলাতে পারেনি। এক সন্তানের মা গৌরীর সঙ্গে তার প্রেম সময়ের সঙ্গে সঙ্গে আরও গভীর হচ্ছে বলে বলিউডে গুঞ্জন। নিজের ৬০তম জন্মদিনে গৌরীকে প্রথম প্রকাশ্যে আনেন তিনি। ইদানিং নানা অনুষ্ঠানে আমির-গৌরীকে একসঙ্গেই দেখা যাচ্ছে।