১৪ ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারের পর কেমন আছেন দীপিকা

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৫, ০৩:১৬ পিএম

ছবি: সংগৃহীত
হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কাকর ১৪ ঘণ্টার জটিল অস্ত্রোপচারের পর অবশেষে ক্যামেরার সামনে এলেন। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে স্বামী শোয়েব ইব্রাহিমের সঙ্গে একটি ভ্লগে এসে নিজের বর্তমান স্বাস্থ্যের খুঁটিনাটি অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন অভিনেত্রী।
এই প্রথম প্রকাশ্যে নিজের অসুস্থতা নিয়ে কথা বলেছেন দীপিকা কাকর। কথা বলতে গিয়ে কিছুটা আবেগপ্রবণও হয়ে পড়েন অভিনেত্রী। দীপিকা বলেন, এই সময়টায় এটুকুই বলব— আপনারা প্রত্যেকে আমার জন্য অনেক প্রার্থনা করেছেন, তার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ।
দীপিকা বলেন, হাসপাতালেও সবাই ভীষণভাবে আমার আরোগ্য কামনা করে প্রার্থনা করেছেন। এমনকি অন্যান্য রোগীও আমার জন্য প্রার্থনা করেছেন। আমি এখন অনেকটাই ভালো আছি। একটু একটু করে সেরে উঠছি।
এর আগে গত মে মাসে প্রথমবার দীপিকার অসুস্থতার খবর সামনে আসে। অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন তিনি লিভার ক্যানসারে আক্রান্ত হয়েছেন।
তার স্বামী শোয়েব ইব্রাহিম সেই সময় বলেন, দীপিকা ভালো নেই। আমার মনে হয় পেটে কোনো সমস্যা হয়েছে। তিনি বলেন, ‘যখন আমি চণ্ডীগড়ে ছিলাম, তখন ওর পেটে ব্যথা শুরু হয়। আমরা ভেবেছিলাম হয়তো অম্বলজনিত সমস্যা। কিন্তু ব্যথা কিছুতেই যখন কমছে না, তখন পারিবারিক চিকিৎসকের কাছে যান দীপিকা।
উল্লেখ্য, ২০১৫ সালে রওনক স্যামসনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন দীপিকা কাকর। ২০১৫ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। ২০১৮ সালে তিনি ইসলাম গ্রহণ করেন এবং শ্বশুরাল সিমার কা ধারাবাহিকে তার সহশিল্পী শোয়েব ইব্রাহিমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২৩ সালের ২১ জুন পুত্রসন্তানের মা হন দীপিকা কাকর।