জাল টাকায় কুরবানির গরু বিক্রির শিকার বৃদ্ধকে ওমরাহ করাতে চান অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৫, ০৫:১৭ পিএম

ছবি: সংগৃহীত
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও নাড়িয়ে দিয়েছে দেশের অসংখ্য মানুষের হৃদয়। সেই ভিডিওতে দেখা যায়, এক বৃদ্ধ কান্নায় ভেঙে পড়েছেন পশুর হাটে, হাতে ধরা একটি জাল টাকার বান্ডেল। জানা গেছে, বৃদ্ধের নাম রইস উদ্দিন। তিনি নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দা।
এই কুরবানির মৌসুমে নিজের লালন-পালন করা একটি গরু নিয়ে ঢাকার উত্তরার দিয়াবাড়ি হাটে গিয়েছিলেন তিনি। গত ৫ জুন, বৃহস্পতিবার তিনি তার গরুটি বিক্রি করেন ১ লাখ ২৩ হাজার টাকায়। কিন্তু কিছুক্ষণ পরই বুঝতে পারেন, পুরো টাকাই জাল। প্রতারণার শিকার হয়ে হাটেই অঝোরে কান্নায় ভেঙে পড়েন রইস উদ্দিন।
এই মর্মান্তিক দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই এগিয়ে আসেন তার পাশে দাঁড়াতে। সাহায্যের হাত বাড়ান চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসও।
‘আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন’-এর মাধ্যমে রইস উদ্দিনের খোঁজ পান অপু। ফাউন্ডেশনটির উদ্যোগে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সহায়তায় ইতোমধ্যেই রইস উদ্দিন তার গরু বিক্রির সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে পেয়েছেন। যে কারণে অপু বিশ্বাস সিদ্ধান্ত নিয়েছেন সেই ব্যক্তির ওমরাহ করার যাবতীয় খরচ তিনি বহন করবেন।
এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, ‘ফেসবুকে চাচার ভিডিওটি দেখলাম। যেখানে জানতে পারলাম, তিনি গরু বিক্রি করে জাল নোট পেয়েছেন। ওনারা তো খুব গরিব মানুষ। একটা গরু বিক্রির জন্য দূর-দুরান্ত থেকে আসেন। বিষয়টি আমার চোখে পড়ার পরই তার খোঁজ করতে শুরু করলাম। তখন দেখলাম, একটি সংগঠন তার সঙ্গে যোগাযোগ করেছে। এবং তারাই আমাকে জানালো, চাচার গরু বিক্রির টাকা ইতোমধ্যেই উঠে গেছে।‘
অভিনেত্রী বলেন, ‘এরপরে সেই সংগঠনের পক্ষ থেকে আমাকে জানানো হলো, চাচার ইচ্ছে তিনি ওমরাহ করতে চান। তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি, তার ওমরাহ পালনের যাবতীয় খরচ আমি বহন করব। আর সে যদি এই মুহূর্তে ওমরাহ না করতে চান, তাহলে তার হাতে ৫০ হাজার টাকা তুলে দিব। যা দিয়ে তিনি নতুন করে পশু কিনতে পারবেন, বা প্রয়োজনীয় কাজে লাগতে পারবেন।’
অপু বলেন, ‘তিনি আমার বাবার বয়সী। আজকে যদি আমি তার মেয়ে হতাম তাহলে হয়তো এমন কিছুই করতাম। আমি চাই উনি আমার সন্তান-পরিবারের জন্য দোয়া করুক, এতটুকুই।’