Logo
Logo
×

বিনোদন

‘তাণ্ডব’ পয়সা উসুল সিনেমা: জয়া আহসান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৫, ০৮:০২ পিএম

‘তাণ্ডব’ পয়সা উসুল সিনেমা: জয়া আহসান

জয়া আহসান ও শাকিব খান। ছবি: সংগৃহীত

এই ঈদুল আজহায় দ্বৈত চমক নিয়ে পর্দায় ফিরেছেন জয়া আহসান। একদিকে রায়হান রাফীর অ্যাকশনধর্মী সিনেমা ‘তাণ্ডব’, অন্যদিকে তানিম নূরের ভিন্নধর্মী সিনেমা ‘উৎসব’। দুই সিনেমার প্রচারণা নিয়ে ঈদের দিন থেকেই এক প্রেক্ষাগৃহ থেকে আরেকটিতে ছুটছেন এই গুণী অভিনেত্রী।

‘তাণ্ডব’ সিনেমা ইতিমধ্যেই প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে। দেশের সর্বোচ্চ ১৩৩টি হলে মুক্তি পাওয়া এই ছবি এখন হাউসফুলের তালিকায়। স্টার সিনেপ্লেক্সে আগামী কদিনের টিকিটও মিলছে না। শুধু মাল্টিপ্লেক্সে চলা ‘উৎসব’-এর শো সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ১৩টি, যা বলছে দর্শকদের আগ্রহের কথা।

১২ বছর পর জয়া আহসান ও শাকিব খানকে একসঙ্গে দেখা যাচ্ছে ‘তাণ্ডব’-এ। জয়া এখানে অভিনয় করেছেন এক সাহসী সাংবাদিকের চরিত্রে। ছবিতে আরও রয়েছেন আফজাল হোসেন, সাবিলা নূর, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, এজাজুল ইসলাম প্রমুখ।

সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত জয়া বলেন, ‘ঈদের সময় যখন সিনেমা রিলিজ হয়, তখন ঈদটা সিনেমাকে ঘিরেই হয়ে যায়। ঈদের দিন সকাল থেকেই খোঁজ নিচ্ছি সিনেমাটি কেমন চলছে। তাণ্ডব সিনেমাটির জন্য ঈদের দিন সকাল থেকেই দর্শকের ভিড়। সিনেমাটি দেখার জন্য মানুষ একেবারে ক্রেজি হয়ে গেছে। এটা তো আমাদের সিনেমা। ইন্ডাস্ট্রির জন্য অনেক ভালো বিষয়।’

দর্শকদের সঙ্গে সিনেমাটি দেখে জয়া আহসান বলেন, ‘আমি নিজে দর্শকের সঙ্গে সিনেমাটি দেখেছি। দর্শক হিসেবে আমার তো মনে হয়েছে টু হান্ড্রেড পার্সেন্ট পয়সা উসুল। সিনেপ্লেক্সের ভেতরেও দর্শক যেভাবে শিস বাজাচ্ছেন, হাততালি দিচ্ছেন, সেটাতেই বলে দেয় তাণ্ডব মানুষের কতটা ভালোবাসা পাচ্ছে।’

জয়া আরও বলেন, ‘তাণ্ডব সিনেমার মূল হলো গল্প। আমাদের টিমটাও দুর্দান্ত ছিল। পর্দার সামনে ও পেছনে সবাই অনেক চেষ্টা করেছেন। আমার মনে হয় সিনেমাটি সবাই ভালোবাসবেন। আমরা নিজেরাও অনেক আনন্দ নিয়ে কাজটি করেছি। এরইমধ্যে অনেক ফিডব্যাক পাচ্ছি।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম