Logo
Logo
×

বিনোদন

দীপিকার পর সরে দাঁড়ালেন আল্লু অর্জুনও

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৮:৫৯ পিএম

দীপিকার পর সরে দাঁড়ালেন আল্লু অর্জুনও

আল্লু অর্জুন। ছবি: সংগৃহীত

বলিউডে ‘স্পিরিট’ নামে একটি সিনেমায় দীপিকা পাড়ুকোন ও দক্ষিণ ভারতীয় অভিনেতা আল্লু অর্জুনের একসঙ্গে অভিনয় করার কথা ছিল। সিনেমাটি পরিচালনা করছেন সন্দীপ রেড্ডি। কিছুদিন আগে পরিচালকের সঙ্গে বিবাদের কারণে সিনেমাটি ছেড়ে দিয়েছেন দীপিকা। 

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এবার সিনেমাটি ছাড়লেন আল্লু অর্জুন। আল্লু সরে যাওয়ায় তার পরিবর্তে জুনিয়র এনটিআরকে নেওয়া হতে পারে বলে জানা গেছে। কেন ছেড়ে দিয়েছেন আল্লু, এমন প্রশ্নের উত্তরে গণমাধ্যম জানিয়েছে, দীপিকার মতোই তার কিছু দাবি ছিল, যা মানতে নারাজ ছিলেন পরিচালক। তাই একসঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। 

এদিকে  সন্দীপ রেড্ডির সঙ্গে কাজ না করলেও দীপিকার সঙ্গে ঠিকই জুটি বাঁধছেন আল্লু। ‘ডাবল এ ডাবল টু এক্স এ সিক্স’ নামে একটি সিনেমায় স্ক্রিন শেয়ার করবেন তারা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম