অভিষেকের পোস্ট ঘিরে ঐশ্বরিয়ার সঙ্গে ফের সম্পর্ক ভাঙার গুঞ্জন!
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০৯:০৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বলিউডের অন্যতম আলোচিত দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বৈবাহিক সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে নানা গুঞ্জন। মাঝে ঐশ্বরিয়া রাই নিজেই সেই জল্পনায় পানি ঢেলে বুঝিয়ে দিয়েছিলেন— সব কিছু ঠিকঠাকই চলছে। কিন্তু ফের অভিষেকের একটি আবেগঘন পোস্ট ঘিরে দানা বাঁধছে নতুন করে বিচ্ছেদের গুঞ্জন।
বুধবার ইনস্টাগ্রামে অভিষেক লেখেন, ‘আমি একবার হারিয়ে যেতে চাই। ভিড়ের মাঝে নিজেকে আবার খুঁজে পেতে চাই। নিজের যা কিছু ছিল, সব দিয়ে দিয়েছি কাছের মানুষদের। এখন একটু সময় চাই শুধু নিজের জন্য।’
এই পোস্ট দেখে চিন্তায় পড়ে গেছেন অনেক অনুরাগী। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, অভিষেক কি একাকীত্ব চাইছেন? তিনি কি সংসার বা সম্পর্ক থেকে দূরে সরে যেতে চাইছেন? এমনকি কেউ কেউ সরাসরি জিজ্ঞেস করে বসেছেন— ‘তবে কি ভাঙতে চলেছে অভিষেক-ঐশ্বরিয়ার সম্পর্ক?’
তবে ভক্তদের একাংশ এখনই এতটা নেতিবাচক ভাবনায় ভাসতে রাজি নন। তাদের মতে, সম্ভবত অভিষেক নতুন কোনও সিনেমার চরিত্র উপলক্ষে এমন একটি মনোভাব প্রকাশ করেছেন, পোস্টটি হয়তো নেহাতই কাব্যিক।
প্রসঙ্গত, গত বছর অম্বানির পারিবারিক এক অনুষ্ঠানে আলাদাভাবে প্রবেশ করেন অভিষেক ও ঐশ্বরিয়া। এরপর বহুদিন তাদের একসঙ্গে দেখা যায়নি। সেই থেকেই শুরু হয় বিচ্ছেদের জল্পনা।
তবে কিছুদিন আগেই কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়াকে দেখা যায় সাদা শাড়িতে, সিঁথিতে লাল সিঁদুর পরে। এই উপস্থিতি দেখে অনেকেই ধরে নিয়েছিলেন, সম্পর্ক নিয়ে যতই গুঞ্জন হোক, বাস্তবে দম্পতির বন্ধন এখনো অটুট।
কিন্তু অভিষেকের সাম্প্রতিক পোস্টে ফের তৈরি হয়েছে ধোঁয়াশা। সত্যিই কি সম্পর্কের টানাপোড়েন চলছে, না কি এটি শুধুই শিল্পীসুলভ আত্মপ্রকাশ—সময়ই দেবে সে উত্তর।

