Logo
Logo
×

বিনোদন

নুসরাত ফারিয়ার ছন্দে ফেরার চেষ্টা

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১০:১৭ পিএম

নুসরাত ফারিয়ার ছন্দে ফেরার চেষ্টা

নুসরাত ফারিয়া। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। দীর্ঘদিন ধরেই কাজে তার ছন্দপতন ঘটেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দলন পরবর্তী সমালোচনার মুখে পড়তে হয় তাকে। 

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় শেখ হাসিনার চরিত্রে রুপদান করা এ অভিনেত্রী ছাত্র আন্দলনের সময় দেশে ছিলেন না। আন্দোলন পরবর্তী দেশে আসলেও, সেভাবে নিজেকে কাজে ব্যস্ত করতে পারেননি। মাঝে তার অভিনীত ‘জ্বীন-৩’ নামে একটি সিনেমা মুক্তি পেলেও, সেটির ভাগ্যেও ঘটে ভরাডুবি। 

এদিকে গত মাসেই বিদেশ যাবার সময় ১৮ মে বিমানবন্দর থেকে তাকে আটক করে পুলিশ। জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে ভাটারা থানায় দায়েরকৃত একটি মামলায় আটক করা হয়েছিল তাকে। একদিন কারাভোগের পর জামিনে ছাড়া পান তিনি। এরপর আর তার দেখা মেলেনি।  তবে চেষ্টা করছেন ছন্দে ফেরার। অবশেষে এক মাস পর তিনি কাজে ফিরলেন।  

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি ছবি পোস্ট করে নুসরাত লেখেন ‘১ মাস পর’। শেয়ার করা ছবিগুলোতে অভিনেত্রীকে মাইক্রোফোনের সামনে বেশ খোশ মেজাজে দেখা গিয়েছে।  অর্থাৎ এক মাস পর ডাবিংয়ের মধ্য দিয়ে তিনি কাজে ফিরলেন।


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম