Logo
Logo
×

বিনোদন

‘আন্ডারওয়ার্ল্ডের’ আমন্ত্রণ পেয়ে কী করেছিলেন আমির খান?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১১:২০ এএম

‘আন্ডারওয়ার্ল্ডের’ আমন্ত্রণ পেয়ে কী করেছিলেন আমির খান?

ছবি: সংগৃহীত

মুম্বাই শহর বলিউডের সঙ্গে অন্ধকার দুনিয়ার সংযোগ বারবার খবরে উঠে এসেছে। জড়িয়েছে বহু বলি তারকার নামও। ঠিক এমনই এক তথ্য জানালেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান।

কেয়ামত সে কেয়ামত তকসিনেমা থেকে আমিরের সাফল্যের যাত্রা শুরু। তারপরে একাধিক সফল সিনেমায় কাজ করেছেন তিনি। ১৯৯০ সালের শেষের দিকেআন্ডারওয়ার্ল্ড’-এর লোকজনের কাছ থেকে আমন্ত্রণ পেয়েছিলেন অভিনেতা। মধ্যপ্রাচ্যে একটি পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছিল তাকে।আন্ডারওয়ার্ল্ড’-এর কাছ থেকে আমন্ত্রণ পেয়েছিলেন তিনি। একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে সে কথা জানান আমির খান।

অভিনেতা বলেন, মধ্যপ্রাচের কোথাও, সম্ভবত দুবাইয়ে একটি পার্টিতে আমাকে আমন্ত্রণ জানানো হয়। আমি সেই আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছিলাম। আমার সঙ্গে কয়েকজন দেখা করে আমন্ত্রণ জানিয়েছিলেন।

আমির বলেন, তারা দাউদ ইব্রাহিমের লোক ছিলেন কিনা, তা তিনি জানতেন না। তিনি বলেন, আপনারা যদি আমাকে জোর করে নিয়ে যেতে পারেন, ঠিক আছে। তা না হলে আমি নিজের ইচ্ছায় যাব না।

এখানেই শেষ নয়; আমির রাজি না হওয়ায় তাকে আরও নানা রকমের প্রলোভন দেওয়া হয়েছিল। এ অভিনেতা বলেন, ওরা অনেক চেষ্টা করেছিল। আমাকে টাকার লোভ দেখানো হয়। এমনকি বলা হয়যে কোনো কাজ ওরা পাইয়ে দেবে। কিন্তু আমি ওদের প্রস্তাব ফিরিয়ে দিই।

একাধিকবার দেখা করে আমিরকে সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাদের উদ্দেশ্য ব্যর্থ হয়। মিস্টার পারফেকশনিস্ট বলেন, এক মাস ধরে আপনারা আমাকে বলে চলেছেন। আর আমি প্রথম থেকেই বলছিআমি যাব না। আপনারা ক্ষমতাশালী। আপনারা এর জন্য আমাকে মারধর করতেই পারেন। আমার হাত-পা বেঁধে কোথাও নিয়ে যেতে পারেন। কিন্তু আমি স্বেচ্ছায় যাব না।

এরপর আমিরের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল আন্ডারওয়ার্ল্ডের সেই ব্যক্তিরা। কিন্তু সেই সময়ে বিষয়টি নিয়ে আতঙ্কে থাকতেন অভিনেতা। বিশেষ করে সন্তান বাবা-মায়েদের জন্য চিন্তা হতো তার।

আমির বলেন, ওরা সাংঘাতিক। আমি ওদের স্পষ্ট বলেছিলামআমি নিজের মতো করে বাঁচতে চাই। আমি ওখানে যেতে চাই না।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম