Logo
Logo
×

বিনোদন

ছোটপর্দায় নতুন মুখ

রোমান্টিক-ট্র্যাজেডি ‘রূপ’-এ নাওভি-নিশি

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৩:৪৪ পিএম

রোমান্টিক-ট্র্যাজেডি ‘রূপ’-এ নাওভি-নিশি

ছবি: সংগৃহীত

বর্তমানে ছোটপর্দায় একের পর এক প্রতিনিয়ত নতুন মুখ ও নতুন জুটির দেখা মিলছে। তরুণ প্রজন্মের অভিনয়শিল্পীদের নিয়ে নির্মাতারা যেমন ভরসা করছেন, তেমনি দর্শকরাও খুঁজে নিচ্ছেন নতুনত্বের স্বাদ। ঠিক এমনই একটি ফ্রেশ জুটি নিয়ে আসছে রোমান্টিক-ট্র্যাজেডি ধাঁচের বিশেষ নাটক ‘রূপ’। নির্মাতা রুবেল আনুশের ‘রূপ’ নাটকের মাধ্যমে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন দুই তরুণ নতুন মুখ সাদ নাওভি ও ইন্দ্রানী নিশি।

নাটকটিতে কেন্দ্রীয় চরিত্রে কাজ করে উচ্ছ্বসিত নিশি বলেন, ‘সবসময় চেয়েছিলাম সুন্দর একটা গল্পে এবং চরিত্রে নিজেকে দেখতে। এটা আমার প্রথম কেন্দ্রীয় চরিত্রে করা কাজ। চেষ্টা করেছি ভালো কিছু করার, এখন বাকিটা হয়তো দর্শক বলতে পারবেন’।

অন্যদিকে নাওভি বলেন, ‘রুবেল আনুশ ভাই দারুণভাবে গল্পটা বলেছেন। নিশিও অনেক চমৎকার আর সাপোর্টিভ ছিলেন, যার ফলে কাজটা করতে সুবিধা হয়েছে’।

নির্মাতা রুবেল আনুশ বলেন, ‘সাদ নাওভি ও ইন্দ্রানী নিশিকে নিয়ে কাজ করে আমি খুবই সন্তুষ্ট। ওরা দুজনই কাজের প্রতি ভীষণ নিবেদিত। নিশিকে দেখেছি চরিত্রের মধ্যে ডুবে থাকতে। আমার মনে হয়েছে মেথড অ্যাক্টিং করে। নাওভিও যথেষ্ট ভালো কাজ করেছে। দুজনকেই আমার বেশ সম্ভাবনাময়ী মনে হয়েছে। দর্শক তাদেরকে পছন্দ করবে’।

আব্রাহাম তামিমের গল্পে নির্মিত ‘রূপ’ নাটকে নাওভি-নিশির পাশাপাশি দেখা যাবে অভিনেত্রী মনিরা আক্তার মিঠুকে। খুব শিগগিরই নাটকটি প্রচারিত হবে বেসরকারি টেলিভিশন এনটিভির পর্দায়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম