Logo
Logo
×

বিনোদন

নিজেকে আরও বড় জায়গায় দেখতে চাই: সাফা কবির

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১০:৫১ পিএম

নিজেকে আরও বড় জায়গায় দেখতে চাই: সাফা কবির

সাফা কবির। ছবি: সংগৃহীত

নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। বর্তমানে কাজের পরিমান কিছুটা কমেছে। কারণ, গতানুগতিক গল্প থেকে বের হয়ে ব্যতিক্রম কিছু গল্প ও চরিত্রে তিনি নিজেকে যুক্ত করছেন। তাই বেছে বেছে কাজ করছেন। ভালো গল্প ও চরিত্রের জন্য সময় নিচ্ছেন। এখন আগের মতো নাটকে তার উপস্থিতি দেখা না গেলেও, কাজের ব্যস্ততা তার কমেনি বা একেবারেই বসে নেই। 

একাধিক নাটকের শুটিং করছেন তিনি। সেগুলোতে চরিত্রের প্রয়োজনে বেশ লম্বা সময় দিচ্ছেন। গত কুরবানি ঈদেও সাফা অভিনীত একাধিক নাটক প্রচার হয়েছে। এরমধ্যে ‘কেন এই সঙ্গতা’ নামে একটি নাটকে তার অভিনয় বেশ প্রশংসিত হয়, পাশাপাশি নাটকটিও আলোচনায় ছিল।  

সাফা বলেন, ‘আমার অভিনয় যাত্রা শুরু হয় একটি ম্যাজিক্যাল প্রোডাকশন (নাটক অল টাইম দৌড়ের উপর) দিয়ে। তখনও ভাবিনি যে, আমি অভিনেত্রী হব বা অভিনয় করতে চাই। আমার কাজের জন্য যেভাবে মানুষজন ভালোবাসা ও সম্মান দিচ্ছেন, এরপরই  মনে হয়েছে আরও ভালো কিছু করতে হবে, ভালো কাজ করতে হবে। আমি দর্শকদের মনে সব সময় বেঁচে থাকতে চাই। সেই ভাবনা থেকেই অভিনয়ে নিয়মিত। যা আজও চলমান রেখেছি।’ 

তিনি আরও বলেন, ‘এখন যে অবস্থানে আছি এর থেকে বড় জায়গায় নিজেকে দেখতে চাই। আমার ঝুলিতে অনেক ভালো ভালো কাজ আছে। দর্শকরা সেগুলো নিয়ে আলোচনা করেন। নিয়মিত অভিনয় করে যেতে চাই, আমার ভক্ত-দর্শকদের জন্য আরও ভালো কিছু উপহার দিতে চাই।’  

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম