Logo
Logo
×

বিনোদন

এবার টুইঙ্কেলের আবদার রাখতে যা করলেন অক্ষয়

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০২:১৮ পিএম

এবার টুইঙ্কেলের আবদার রাখতে যা করলেন অক্ষয়

ছবি: সংগৃহীত

বলিউডের খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার চিরকালই একজন স্বাস্থ্যসচেতন মানুষ। তাই কাজের ফাঁকে হোক কিংবা ঘুরতে গিয়ে জিমে যেতে কখনোই ভুল করেন না। আবার কাজের ফাঁকেই টুক করে স্ত্রী মেয়েকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন এ অভিনেতা। তবে তিনি যত বড় অভিনেতাই হোন না কেন, দিনশেষে তিনি তো একজন স্বামীই। তাই আর পাঁচজন স্বামীর মতোই ঘুরতে গিয়েও স্ত্রীর আবদার রাখতে হয়। এবার স্ত্রীর কথা রাখতে গিয়ে হোটেলে বসেই ক্যামেরাম্যানের ভূমিকা পালন করলেন অক্ষয়। তুলতে হলো একের পর এক ছবি। একাধিক ছবি তুলে দিলেন অক্ষয় কুমার।

অক্ষয়ের তোলা সেই ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন স্ত্রী টুইঙ্কেল। সেই ছবির একটি মজাদার ক্যাপশন লিখেছেন অক্ষয়পত্নী— মিস্টারকে জিমে যাওয়ার পরিবর্তে আমাকে বই পড়তে দেখছেন হোটেলে বসে। আমি চশমা নিয়ে আসতে ভুলে গেছি, তাই বই কাছে নিয়ে এসে পড়তে হচ্ছে। ঝাপসা বাক্যগুলো বোঝার চেষ্টা করছি। অনিতা দেশাইয়ের বই আমাকে বারবার মুগ্ধ করেছে।

টুইঙ্কেল একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন দুর্দান্ত লেখিকাও। ২০১৫ সালে তিনি তার প্রথম নন ফিকশন বই 'মিসেস ফানিবোনস' প্রকাশ করেন। এ ছাড়া তিনি ওয়েলকাম টু প্যারাডাইস, দ্য লেজেন্ড অব লক্ষ্মীপ্রসাদ, পায়জামা অর ফরগিভিং-সহ একাধিক বই লিখেছেন।

তাই অভিনেত্রীর পোস্ট করা ছবিগুলোর মধ্যে প্রথম ছবিতেই দেখা যাচ্ছে, আলো-আঁধারিতে ভরা একটি হোটেলরুমে চেয়ারের ওপর বসে রয়েছেন অভিনেত্রী। হাতে রয়েছে একটি বই। সামনে বেশ কিছু ফল এবং একটি বিয়ারের বোতল। দ্বিতীয় ছবিতে টুইঙ্কলকে মন দিয়ে বই পড়তে দেখা যাচ্ছে। আর তৃতীয় ছবিতে অঙ্কিতা দেশাইয়ের ডায়মন্ড ডাস্ট বইটির ছবি তুলে পোস্ট করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম