Logo
Logo
×

বিনোদন

লন্ডনের রাস্তায় ভক্তের ওপর চটলেন অক্ষয়

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০১:৫৫ পিএম

লন্ডনের রাস্তায় ভক্তের ওপর চটলেন অক্ষয়

অক্ষয় কুমার। সংগৃহীত ছবি

ছুটি কাটাতে লন্ডনে আছেন অক্ষয় কুমার। সেখানে আপনমনে হাঁটছিলেন। এমন সময়ে সেখানে এক ভক্ত আড়ালে ভিডিও ধারণ করছিলেন। তা টের পেয়ে ঘুরে দাঁড়ান বলিউডের খিলাড়িখ্যাত অভিনেতা। মেজাজ হারান। কড়া ধমক দিয়ে ক্যামেরা বন্ধ করতে বলেন। এমনকি ভক্তের হাত থেকে মোবাইলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করেন।

অবশ্য অভিনেতা ক্ষুব্ধ হলেও পরে পরিস্থিতি ঠান্ডা হয়। ওই ভক্তের সঙ্গে সেলফি তুলতেও দেখা যায়। এ ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে শুরু হয় আলোচনা-সমালোচনা।

এক নেটিজেন লিখেছেন, কবে মানুষ শিষ্টাচার শিখবে? অনুমতি ছাড়া ভিডিও করা ঠিক নয়। আরেক নেটিজেন লিখেছেন, তারকাদেরও ব্যক্তিগত জীবন আছে, সবসময় তাদের মুখের ওপর ক্যামেরা ধরতে নেই।

এর আগে অক্ষয় কুমারের মেজাজ হারানোর ঘটনা ঘটে। ‘হাউজফুল ৫’-এর ট্রেলার লঞ্চ ইভেন্টেও তাকে মেজাজ হারাতে দেখা যায়। মুম্বাইয়ে এক সাংবাদিক অভিনেতার সিনেমার পারিশ্রমিক নিয়ে প্রশ্ন করলে অক্ষয় মজার ছলেই বলেন, আমি কত টাকা নিয়েছি, সেটি কেন বলব তোমাকে? তুমি কি আমার ভাগ্নে? আজ আনন্দের দিন, তুমি রেইড করতে চাও নাকি?’ 

উল্লেখ্য, গত ৬ জুন মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘হাউজফুল ৫’। ১৯ অভিনেতা থাকা এ কমেডি সিনেমাটি বক্স অফিসে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। তারপরও কাজের দিক থেকে ব্যস্ত সময় পার করছেন অক্ষয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম