Logo
Logo
×

বিনোদন

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: গভীর শোক ও সমবেদনা জানালেন জেমস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০৬:২০ পিএম

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: গভীর শোক ও সমবেদনা জানালেন জেমস

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩২ জন স্কুলশিক্ষার্থী-শিক্ষক প্রাণ হারিয়েছেন। এ দুর্ঘটনায় শোকাহত গোটা দেশ। হৃদয়বিদারক এই ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস ও তার দল নগরবাউল।

নগরবাউল জেমস’–এর অফিসিয়াল ফেসবুক পেজে এক শোকবার্তায় জেমস লেখেন, —‘এ ভয়াবহ দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেই অমূল্য শিক্ষার্থীদের প্রতি আমাদের হৃদয়বিদারক সমবেদনা। আহত শিক্ষার্থী ও তাদের পরিবার যেভাবে দুঃসহ সময় পার করছেন, আমরা তাদের পাশে আছি।’

জেমস আরও জানান, ‘বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, যারা সাহসিকতার সঙ্গে দ্রুত পরিস্থিতি মোকাবেলা করেছেন। নিহতদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর জন্য প্রার্থনা করছি।'

বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন জেমস, অংশ নিচ্ছেন একাধিক কনসার্টে। তারই অংশ হিসেবে আগামী ২৫ জুলাই ফিলাডেলফিয়ার একটি আয়োজনে ‘নগরবাউল জেমস লাইভ ইন ফিলাডেলফিয়া’ শীর্ষক কনসার্ট অনুষ্ঠিত হবে। এরপর ২ আগস্ট ভার্জিনিয়ার উডব্রিজ শহরের ‘ফ্রিডম হাই স্কুলে’ হবে আরেকটি কনসার্ট।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পর বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। এ ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩২ জন, আহত হয়েছেন শতাধিক।

ঘটনাপ্রবাহ: উত্তরায় বিমান বিধ্বস্ত


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম