‘সাইয়ারা’ সিনেমায় অভিনেতা আহান পান্ডের সঙ্গে অনীত পদ্দা
|
ফলো করুন |
|
|---|---|
চলছে ‘সাইয়ারা’ ঝড়। মুক্তির চারদিনের মাথায় মুভিটি ছুঁয়ে ফেলেছে শত কোটি রূপি। মানচিত্র ফুঁড়ে দেশের বাইরেও ছড়িয়ে পড়ছে অনীত পদ্দা অভিনীত মুভিটি। বলিউডের বাধাধরা নায়িকাদের থেকে আলাদা বলে অনীতে মুগ্ধ হয়েছে হাজারো পুরুষ। তবে একবার কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন অনীত!
সাইয়ারার অনীতের কাজল কালো চোখ, গোলাপি গাল, ঘন চুল। মিস্টি এক ভয়েস। ঘন ভ্রুতে যেন ঝড় তোলা এক চরিত্র। যদিও বছর দশেক আগে নিজেই নিজের ভ্রু উপড়ে ফেলেন অনীত। সেটাও স্কুল বয়সে, ঝোঁকের বসে।
সেই গল্প শুনিয়েছেন অনীত, ‘আমার মনে আছে, আমাদের স্কুলের বার্ষিক অনুষ্ঠান চলছিল। সেদিন বাড়ি ফিরে মুখের সব মেকআপ মুছতে শুরু করি। তখন উভয় ভ্রু কামিয়ে ফেলার এবং আটটি চোখের পাতা উপড়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলাম। মা বলেছিলেন, ‘এ বার তুমি স্কুলে যাবে কীভাবে?’ চিন্তায় পড়ে যাই। হয়তো জানতাম এটাই নতুন যুগের ধারা। দশ বছর পরে, লোকেরা এখন আসলেই তাদের ভ্রু কামিয়ে ফেলছে।’
বলিউডে আত্মপ্রকাশ করার আগে ‘বিগ গার্ল ডোন্ট ক্রাই’ একটি সিরিজে কাজ করেন অনীত। এখন তাকে নিয়ে ভারত তো বটে, দেশের বাইরেও আলোচনা। মোহিত সুরি পরিচালিত রোমান্টিক ছবি ‘সাইয়ারা’ আন্তর্জাতিক বাজারেও চমক দেখাচ্ছে।

