Logo
Logo
×

বিনোদন

ফতেহ লোহানী: যার হাত ধরে এসেছিল বাংলা চলচ্চিত্রের নতুন দিগন্ত

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০২:২৭ পিএম

ফতেহ লোহানী: যার হাত ধরে এসেছিল বাংলা চলচ্চিত্রের নতুন দিগন্ত

আবু নজীর মোহাম্মদ ফতেহ আলী খান। ছবি: সংগৃহীত

আবু নজীর মোহাম্মদ ফতেহ আলী খান। যিনি ফতেহ লোহানী নামেই অধিক পরিচিত। তিনি একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা, পরিচালক, চিত্রনাট্যকার, গীতিকার, অনুবাদক, লেখক ও সাংবাদিক ছিলেন। দক্ষ আবৃত্তিকার হিসাবেও প্রশংসিত ছিলেন। অভিনয় করেছেন ৪৪টি সিনেমা ও অনেক নাটকে।

১৯২৩ সালের ১১ মার্চ সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন এ গুণী ব্যক্তিত্ব। তার পিতা আবু লোহানী ছিলেন সাংবাদিক ও সাহিত্যিক। মা ফাতেমা লোহানী ছিলেন কলকাতা করপোরেশন স্কুলের শিক্ষিকা ও লেখিকা। তাই কলকাতায় ছেলেবেলা ও শিক্ষাজীবন অতিবাহিত হয় ফতেহ লোহানীর। তিনি কলকাতার সেন্ট মেরিজ ক্যাথেড্রাল মিশন হাইস্কুল থেকে ম্যাট্রিক, রিপন কলেজ থেকে উচ্চমাধ্যমিক ও স্নাতক পাশ করেন।

এরপরে ১৯৫০-এ তিনি লন্ডনে পাড়ি জমান এবং ওল্ডভিক থিয়েটার স্কুলে নাট্য প্রযোজনা বিষয়ে দুবছরের কোর্স সম্পন্ন করেন। সে সময় ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের সদস্য হিসাবে তিনি সিনেমা বিষয়েও অধ্যয়ন করেন। দেশবিভাগের আগে কলকাতায় ফতেহ লোহানী সাংবাদিকতা ও সাহিত্যচর্চায় যুক্ত হন।

তিনি দৈনিক আজাদ ও সাপ্তাহিক ইত্তেহাদ পত্রিকায় সাংবাদিক হিসাবে কাজ করেছেন। সাহিত্য শাখায় তিনি একজন গল্পকার ও অনুবাদক হিসাবে খ্যাতি লাভ করেন। ১৯৭৫ সালের ১২ এপ্রিল মৃত্যুবরণ করেন ফতেহ লোহানী।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম