Logo
Logo
×

বিনোদন

কানাডার চলচ্চিত্র উৎসবে নুহাশের ‘২ষ’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১১:২৫ এএম

কানাডার চলচ্চিত্র উৎসবে নুহাশের ‘২ষ’

হরর ‘২ষ’ সিনেমায় চারটি গল্পে প্লট তৈরি করা হয়েছে। সংগৃহীত ছবি

কানাডার ফ্যান্টাজিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তৃতীয়াবারের মতো অংশগ্রহণ করছেন বাংলাদেশের তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূন। তার ভৌতিক ঘরানার সিনেমা ‘২ষ’ এ উৎসবে গতকাল প্রদর্শিত হয়। 

হরর, অতিপ্রাকৃত ও ফ্যান্টাসি ঘরানার এ সিনেমা প্রদর্শন নিয়ে বর্তমানে তিনি কানাডায় অবস্থান করছেন। এ উৎসবের আয়োজন শুরু হয়েছে গত ১৬ জুলাই। শেষ হবে আগামী ৩ আগস্ট ২০২৫।

নুহাশ ক্যারিয়ার শুরুর পর থেকেই মনোনয়ন পেয়ে আসছেন। জুনে মনোনয়নের সঙ্গে পেয়েছিলেন মন ভালো করে দেওয়া চিঠি। ফ্যান্টাজিয়া আন্তর্জাতিক কর্তৃপক্ষ উৎসব নিয়ে অফিশিয়াল ফেসবুক পেজে সিনেমা সম্পর্কে মন্তব্য করে বলেছে, এর আগে নির্মাতা “ষ”, “মশারি” ও “ফরেনার্স অনলি” নির্মাণ করেছেন। তিনিই আবার অবশ্য দ্রষ্টব্য আরেক অ্যানথোলজি নিয়ে এসেছেন। সৃজনশীল কাজে উদ্ভাবনদক্ষ তরুণ নির্মাতা নুহাশ হরর ঘরানার সিনেমাকে বাংলাদেশে নতুন এক দিগন্তে নিয়ে গেছেন। দ্বিতীয় সিজনেও তিনি ভীতিকর গল্প নিয়ে এসেছেন।

জানা গেছে, নুহাশ তার হরর ঘরানার স্বল্পদৈর্ঘ্য ও সিনেমাগুলো দেখার পর থেকে বিভিন্ন চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ নিয়মিত তার সঙ্গে যোগাযোগ করেছে। যেখানে নির্মাতাদের সিনেমা বানিয়ে জমা দিতে হয়, সেখানে নুহাশের সিনেমা দেখার আগ্রহ প্রকাশ করেন আয়োজকরা।

এবারের হরর ‘২ষ’ সিনেমায় চারটি গল্পে প্লট তৈরি করা হয়েছে। তুলে ধরা হয়েছে ভয়ংকর ভুতুড়ে সব গল্প। আর উপস্থাপনার ঢংও কৌতূকপূর্ণ। মজার ছন্দে বলে যাওয়া গল্পগুলোতে আলাদা বৈচিত্র্য ফুটে ওঠে। এ সিনেমার ‘ওয়াক্ত’ পর্বে ৫ বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, রিজভী রিজু, রেফাত হাসান সৈকত, আবদুল্লাহ আল সেন্টু, রাফায়াতুল্লাহ সোহান।

আবার ‘ভাগ্য ভালো’ পর্বে আছেন মোশাররফ করিম, জেবুন্নেছা সোবহান (টুনটুনি), আদনান আদীব খান, সামিয়া অথৈ। এ ছাড়া আফজাল হোসেন, কাজী নওশাবা আহমেদ, শিল্পী সরকার অপু আছেন ‘অন্তরা’ পর্বে। অন্যদিকে ‘বেসুরা’য় আছেন সুমাইয়া শিমু, এরফান মৃধা শিবলু, ইসলাম উদ্দিন পালাকার প্রমুখ।

এটি হচ্ছে চরকি প্ল্যাটফর্মের অ্যানথোলজি সিরিজ ‘২ষ’। এ বিষয়ে নুহাশ হুমায়ূন বলেন, আগামীকাল শুক্রবার ‘২ষ’ সিনেমার দ্বিতীয় প্রদর্শনী রয়েছে। এ উৎসব থেকে এর আগে নুহাশের ‘মশারি’ ও ‘ফরেনার্স অনলি’ অংশ নিয়ে পুরস্কার জয় করে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম