Logo
Logo
×

বিনোদন

যে কারণে নিজের ভাইকে এক বছর বন্দি করে রেখেছিলেন আমির

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ০৭:৪৬ পিএম

যে কারণে নিজের ভাইকে এক বছর বন্দি করে রেখেছিলেন আমির

বলিউড অভিনেতা আমির খানের ছোট ভাই অভিনেতা ফয়সাল খান দাবি করেছেন, তার আপন ভাই (আমির খান) এক বছরেরও বেশি সময় ধরে তাকে নিজের বাড়িতেই বন্দি করে রেখেছিলেন। 

সম্প্রতি পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ফয়সাল জানান, কয়েক বছর আগে মুম্বাইয়ের বাসায় তাকে আটকে রাখা হয়েছিল এই অভিযোগে যে তিনি সিজোফ্রেনিয়ায় ভুগছেন। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল, ‘একজন পাগল মানুষ সমাজের জন্য ক্ষতিকারক।’

ফয়সালের ভাষায়, ‘ভাই আমির খান আমাকে এক বছর ধরে বন্দি করে রেখেছিলেন। কারণ আমির অনুভব করছিলেন আমি একটা ফাঁদে আটকে আছি। তারা বলেছিল আমার সিজোফ্রেনিয়া হয়েছে এবং আমি একজন পাগল মানুষ। আমি সমাজের জন্য ক্ষতিকারক।’

তিনি আরও জানান, আমিরের সঙ্গে তার সম্পর্ক বরাবরই খারাপ ছিল। এক পর্যায়ে পরিবারের সঙ্গে আইনি লড়াইয়েও জড়ান তিনি, যখন তাকে তার স্বাক্ষরের অধিকার ত্যাগ করতে বলা হয়েছিল। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

আমির ও ফয়সাল একসঙ্গে অভিনয় করেছিলেন ২০০০ সালের ‘মেলা’ ছবিতে। এতে টুইঙ্কেল খান্নাও ছিলেন। ছবিটি পরিচালনা করেছিলেন ধর্মেশ দর্শন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম