Logo
Logo
×

বিনোদন

পামেলার সঙ্গে প্রেমের গুঞ্জনের মধ্যেই বড় পদক্ষেপ নিলেন নিসন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ০৩:০২ পিএম

পামেলার সঙ্গে প্রেমের গুঞ্জনের মধ্যেই বড় পদক্ষেপ নিলেন নিসন

পামেলা অ্যান্ডারসন ও লিয়াম নিসন। ছবি: সংগৃহীত

সাবেক ‘বেওয়াচ’ তারকা পামেলা অ্যান্ডারসনের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অভিনেতা লিয়াম নিসন—এমন গুঞ্জনেই সরব মিডিয়া পাড়া।  এছাড়া পডকাস্টসহ বিভিন্ন রেডকার্পেটে তাদের একসঙ্গে উপস্থিতি উসকে দিচ্ছে এই জল্পনাকে।  এসব কল্পনা-জল্পনার মধ্যেই বড় ধরনের পদক্ষেপ নিয়েছেন নিসন।  নিউ ইয়র্ক সিটির লিংকন স্কয়ারের বাড়িটি বিক্রি করে দিয়েছেন তিনি। 

নিউইয়র্ক পোস্ট অনুসারে, নিসন লিংকন স্কয়ারের বাড়িটি ১০.৩ মিলিয়ন ডলারে বিক্রি করেছেন। 


অভিনেতা কেন বাড়িটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলেন তা স্পষ্ট নয়। তবে, তিনি ২০২৪ সাল থেকে এটি বিক্রি করার চেষ্টা করছেন।  প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালের গোড়ার দিকে বাড়িটির দাম ছিল মূলত ১২.৭৫ মিলিয়ন ডলার।

বাড়িটি ৪ হাজার ৫২৪ বর্গফুটের।  এতে পাঁচটি শোবার ঘর এবং পাঁচটি বাথরুম রয়েছে এবং ‘১১১ ডব্লিউ. ৬৭তম স্ট্রিটে টাওয়ারের ২৮তম তলায়’ অবস্থিত।

রব রিপোর্ট অনুসারে, নিসন ম্যানহাটনের পেন্টহাউসটিকে সেকেন্ড হোম হিসেবে ব্যবহার করেছেন।  কারণ তার প্রাথমিক বাসস্থান ছিল নিউ ইয়র্কের মিলব্রুকে অবস্থিত ফার্মহাউস। 

তথ্যসূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম