Logo
Logo
×

বিনোদন

আসছে আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ১১:১৫ পিএম

আসছে আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান

গিটারের জাদুকর আইয়ুব বাচ্চু। ব্যান্ড এলআরবির মাধ্যমে বাংলাদেশের ব্যান্ডসংগীতকে এগিয়ে নিতে অনবদ্য ভূমিকা পালন করেছিলেন। উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় গান। ১৯৬২ সালের ১৬ আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। আজ প্রয়াত এ শিল্পীর জন্মদিন। দিনটি ঘিরে বিভিন্ন আয়োজনের উদ্যোগ নিয়েছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। 

এলআরবি ব্যান্ডের গিটারিষ্ট আবদুল্লাহ আল মাসুদ জানান, শনিবার রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অমর এই শিল্পীর জন্মদিন উদযাপনের আয়োজন করা হয়েছে। ‘আইয়ুব বাচ্চু সেলিব্রেটিং লাইফ, লিগ্যাসি অ্যান্ড চলো বদলে যাই’ শীর্ষক এক আলোচনায় সভায় কিংবদন্তি শিল্পীকে নিয়ে স্মৃতিচারণ করবেন বরেণ্য গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, ফিডব্যাক ব্যান্ডের দলনেতা ও সংগীতায়োজক ফোয়াদ নাসের বাবু, রেনেসাঁ ব্যান্ডের নকীব খান, সোলসের পার্থ বড়ুয়া, দলছুটের বাপ্পা মজুমদারসহ অনেকে। আরও উপস্থিত থাকবেন শিল্পীর পরিবারের সদস্যরা। 

সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, এখনও এ শিল্পীর বেশ কিছু গান স্টুডিওবন্দি হয়ে আছে। যেগুলো বিভিন্ন সময় প্রকাশ করার পরিকল্পনা রয়েছে তাদের। এজন্য প্রস্তুতিও চলছে। এ লক্ষ্যে শিগগিরই আসবে নতুন গান। 

উল্লেখ্য, কিংবদন্তি গিটারিস্ট ও সংগীতজ্ঞ আইয়ুব বাচ্চু ২০১৮ সালের ১৮ অক্টোবর মারা যান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম