Logo
Logo
×

বিনোদন

জন্মাষ্টমীতে ‘ভারতমাতার জয়’ বলায় কটাক্ষের ঝড়, যা বললেন জাহ্নবী

Icon

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ০৯:৫৩ এএম

জন্মাষ্টমীতে ‘ভারতমাতার জয়’ বলায় কটাক্ষের ঝড়, যা বললেন জাহ্নবী

জন্মাষ্টমীর দই-হাঁড়ি ভাঙতে গিয়েই ঝড় তুললেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কপুর। মুম্বাইয়ের ঘটকোপারের মঞ্চে ভক্তরা যখন কৃষ্ণনামে মুখর, তখন অভিনেত্রীর কণ্ঠে উঠল অন্য স্লোগান— ‌ভারতমাতার জয়! মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। আর তারপরেই শুরু কটাক্ষের বন্যা— জন্মাষ্টমী আর স্বাধীনতা দিবসের পার্থক্য কি বোঝেন না জাহ্নবী?

তবে কটাক্ষে নীরব নন বলিউড নায়িকা। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে পুরো ভিডিও শেয়ার করে জানালেন, ওঁরা বলার পরে আমি না বললে সেটাও সমস্যা হত। বললে আবার কাটাছেঁড়া করে বিদ্রুপ। আরও স্পষ্ট জাহ্নবীর ঘোষণা— শুধু জন্মাষ্টমীতে নয়, রোজই বলব— ভারতমাতার জয়।

নিন্দুকরা যেখানে বিদ্রুপে মেতেছেন, সেখানে ভক্তরা একেবারে খুশি। কেউ লিখছেন, দেশপ্রেমকে উৎসবের সঙ্গে মিশিয়ে দেওয়ার সাহস রাখে জাহ্নবী। আবার কেউ বলছেন, সমালোচকদের এক হাত নিলেন তিনি।

এদিকে মুক্তির অপেক্ষায় জাহ্নবীর নতুন ছবি ‘পরম সুন্দরী’, যেখানে তার সঙ্গে আছেন সিদ্ধার্থ মলহোত্র। ছবির গান ইতোমধ্যেই ট্রেন্ডিং, আর বিতর্কিত এই মন্তব্য যেন সিনেমার প্রচারেই বাড়তি ঝলক এনে দিল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম