Logo
Logo
×

বিনোদন

রাতের ব্যাংকক দেখতে কেমন, যা বললেন মেহজাবীন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ০৭:৫৮ পিএম

রাতের ব্যাংকক দেখতে কেমন, যা বললেন মেহজাবীন

মেহজাবীন চৌধুরী। ছবি: সংগৃহীত

বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী কিছু দিন আগেই কানাডা সফরে গিয়েছিলেন। সেখান থেকে এবার গেলেন থাইল্যান্ডে। গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে ব্যাংকক শহর থেকে তোলা কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী।

সেই ছবি শেয়ার করে মেহজাবীন ক্যাপশনে লিখেছেনরাতের ব্যাংকক। ছবির নিচে আসিফ হোসেন নামে একজন মন্তব্য করে লিখেছেনআপু, রাতের থাইল্যান্ড দেখতে কেমন? এর জবাবে মেহজাবীন লিখেছেন দুনিয়ার সেরা।

কানাডার মন্ট্রিয়েলের ওল্ড পোর্ট এলাকার কিছু ছবি পোস্ট করেছেন মেহজাবীন। সেসব ছবি ভীষণ পছন্দ করেছেন তার ভক্তঅনুসারীরা।

উল্লেখ্য, মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ১৯ এপ্রিল ১৯৯১ সালে চট্টগ্রামে তার পৈতৃক নিবাসে জন্মগ্রহণ করেন। শৈশবে বেড়ে উঠেছেন সংযুক্ত আরব আমিরাতে। তিনি শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিংয়ের ছাত্রী ছিলেনএবংলেভেলে পড়াশোনা করার সময় তিনি লাক্স সুন্দরী নির্বাচিত হন

পাঁচ ভাইবোনের মধ্যে সবার বড় অভিনেত্রী ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন। সর্বশেষ পর্দায় দেখা গেছে, গত বছর শঙ্খদাশ গুপ্তর সিনেমা ‘প্রিয় মালতী’তে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম