আমিরের বিপক্ষ নিয়ে বিপাকে সালমানের সাবেক প্রেমিকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ০২:০১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আমির খানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন তারই ভাই ফয়সাল খান। এ নিয়ে পরিবারের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়ে এক সংবাদ সম্মেলনেও করেন। বলিউড অভিনেতা আমির পরকীয়ায় জড়িয়ে পড়েন এবং অবৈধ এক সন্তানের জনকও হয়েছেন বলে জানিয়েছিলেন ফয়সাল খান।
আমিরের ভাই ফয়সাল মানসিক ভারসাম্যহীন বলে সমালোচিত হয়েছেন। তবে ফয়সালের পক্ষ নিয়ে কথা বললেন পাকিস্তানি বংশোদ্ভূত লেখিকা, চলচ্চিত্র নির্মাতা, মডেল ও বলিউড অভিনেত্রী সোমি আলি।
এ কারণে কটাক্ষের শিকার হন সালমান খানের সাবেক প্রেমিকা সোমি, কঠিন পরিস্থিতিতে থাকা কোনো মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া ভুল নয়। সেই মানুষ তার সম্পর্কে আগে কুমন্তব্য করে থাকলেও সবার পাশে দাঁড়ানোই উচিত।
সামাজিক মাধ্যমে দীর্ঘ এক পোস্টে কটাক্ষের জবাবে সোমি আলি লিখেছেন, ফয়সালের পক্ষে কথা বলার জন্য উষ্মার শিকার হচ্ছি। সবাইকে আমি বলতে চাই— কেউ আপনার সম্পর্কে কোনো একসময় খারাপ কথা বলেছিল বলেই তার কঠিন পরিস্থিতিতে মুখ ঘুরিয়ে নেওয়া উচিত নয়। এর মধ্যে কোনো ভণ্ডামি নেই।
অভিনেত্রী বলেন, কে তার সম্পর্কে আগে কী মন্তব্য করেছেন, তাতে কিছুই যায় আসে না তার। কিন্তু সেই মানুষটির লড়াইয়ে তিনি কীভাবে প্রতিক্রিয়া দেখাবেন সেটি তার নিজস্ব সিদ্ধান্ত। আমি ফয়সাল কিংবা যে কোনো মানুষের পাশে দাঁড়াব, যিনি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন বলে জানান সোমি আলি।
আমিরের সঙ্গে কেমন সমীকরণ ভাইজানের সাবেক প্রেমিকার, বলিউডের মিস্টার পারফেকশনিস্টকে নিয়ে কোনো মন্তব্য করার মতো কিছু নেই। কারণ তিনি তাকে ভালো করে চেনেন না। একটি মাত্র ফটোশুট তারা একসঙ্গে করেছিলেন। পেশাদারত্বের সঙ্গে কাজ সারেন দুজনেই বলে জানান এ অভিনেত্রী।
সোমি আলি মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন। ইন্টার্নশিপের সময় সাইকিয়াট্রিক ওয়ার্ডে কাজ করেছিলেন। ফয়সাল খানের সাক্ষাৎকার নিয়ে সোমি আলি বলেন, আমি ফয়সালের সাক্ষাৎকার দেখেছি। ওকে দেখে বোঝা যায় যে, সজ্ঞানে কথা বলছেন এবং তিনি পুরোপুরি সুস্থ। সেই সময় স্কিৎজোফ্রেনিয়ার ওষুধ দিতে হতো রোগীদের। সেই ওষুধ সুস্থ মানুষের শরীরে গেলে বিপুল ক্ষতির সম্ভাবনা থাকে। এ কাজটি আমার নীতিবিরুদ্ধ।’
অভিনেত্রী বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তার পারিবারিক শিক্ষা। যতক্ষণ না আমাকে কেউ শারীরিকভাবে আঘাত করছেন এবং আমি বুঝতে পারছি যে, তিনি সমস্যায় আছেন, আমি তাদের হয়ে কথা বলব। তিনি বলেন, আমরা কেউ-ই নিখুঁত নই এবং আমিও নই। যে কোনো মানুষের সমস্যায় তিনি এগিয়ে আসবেন বলে জানান সোমি আলি।
