Logo
Logo
×

বিনোদন

মেয়ের জন্মের পরেই যে সিদ্ধান্ত নিয়েছিলেন আলিয়া

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৭ পিএম

মেয়ের জন্মের পরেই যে সিদ্ধান্ত নিয়েছিলেন আলিয়া

মেয়ে রাহার সঙ্গে আলিয়া ভাট। ছবি: সংগৃহীত

এ মুহূর্তে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও অভিনেতা রণবীর কাপুর দুজনেই এক সিনেমায় অভিনয় করছেন। সিনেমার নাম ‘লাভ অ্যান্ড ওয়ার’। শুটিং রাতে। তাই দুজনকেই রাতটা বাইরে কাটাতে হয়।

যদিও অভিনেত্রী আলিয়া এ মুহূর্তে তার জীবনের এক নতুন অধ্যায় পার করছেন। একদিকে যেমন তার পেশাগত ব্যস্ততা তুঙ্গে, অন্যদিকে তিনি তার মেয়ে রাহার মাতৃত্বের স্বাদ উপভোগ করছেন। সম্প্রতি তার এ ব্যস্ততা নিয়ে কথা বলেছেন অভিনেত্রী।

আলিয়া ভাট তার মেয়ে রাহার সঙ্গে সময় কাটানোর জন্য নিজের জীবনধারা নতুন করে সাজিয়েছেন। সন্তান জন্মের পর অভিনেত্রী বেশ কিছু দিন কাজ থেকে বিরতি নিয়েছিলেন। কিন্তু তার পেশাজীবনের ব্যস্ততা বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে আলিয়া তার স্বামী রণবীর কাপুরের কাছ থেকে পূর্ণ সমর্থন পেয়ে আসছেন।

আলিয়া বলেন, মেয়ের জন্মের পরেই আমরা একটা সিদ্ধান্তে আসি যে, মেয়েকে কখনো একা ছাড়ব না । রাহাকে কখনো আমি দেখব, আবার কখনো রণবীর দেখবে। যার যখন কাজ থাকবে, অন্যজন ছুটি নিয়ে সন্তানকে কাছে রাখব।

অভিনেত্রী বলেন, আমরা দিনের পুরোটা সময় তার সঙ্গে থাকি। তবে রাহা নিজেও ব্যস্ত, ওর বিভিন্ন ক্লাস থাকে। দাদু-দিদার কাছে যায়। খেলতে যায়। আমার পরিবার ও সহকারীসহ এতগুলো লোক সহযোগিতা না করলে কিছুতেই সম্ভব হতো না বলে জানান আলিয়া ভাট।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম