বাবার শেষকৃত্যে আয়ুষ্মানের চোখে চশমা, সমালোচনার ঝড়
বিনোদন ডেস্ক
২৫ মে ২০২৩, ২৩:১৩:০৩ | অনলাইন সংস্করণ
পাঞ্জাবের মোহালির এক হাসপাতালে মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আয়ুষ্মানের বাবা পি খুরানা। চণ্ডীগড়ে বাবার শেষকৃত্য করতে দেখা যায় আয়ুষ্মানকে; সঙ্গে ছিলেন তার ভাইও। শেষকৃত্যতে আয়ুষ্মানের চোখে চশমা থাকায় ওঠে সমালোচনার ঝড়। সেই ছবি ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।
পি খুরানাকে ‘বাবা’ নয়, বরং ‘বন্ধু’ ডাকতেই ভালোবাসতেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। বাবাকেই হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি। বাবাকে নিয়ে কোনো কথা বলতে না পারায় শোকসংবাদ ভাগ করে নিয়েছিলেন অভিনেতার মুখপাত্র।
বাবার মরদেহ কাঁধে করে নামানোর সময় আয়ুষ্মানের চোখে রোদচশমা ছিল। তা দেখে শুরু হয় কটাক্ষের বান।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা মন্তব্য করেছেন- ‘সানগ্লাস পরে বাবার শেষকৃত্য?’ কেউ বলেছেন- ‘সানগ্লাস খুলে শোকপ্রকাশ করুন। শ্মশানযাত্রায় এটা মানায় না।’ আরেকজন বলেছেন, ‘এই চশমাটা পরা খুব জরুরি ছিল?’
অনেকেই অভিনেতার পক্ষ নিয়েই কথা বলছেন। কেউ বলেছেন- ‘চশমা পরা অপরাধ নাকি? এই অভিনেতা দুঃখেই তো কাঁদছিলেন একটু আগে!’ কেউ বললেন, ‘খুব রোদ নিশ্চয়ই। এভাবে বলছেন কেন?’
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বাবার শেষকৃত্যে আয়ুষ্মানের চোখে চশমা, সমালোচনার ঝড়
পাঞ্জাবের মোহালির এক হাসপাতালে মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আয়ুষ্মানের বাবা পি খুরানা। চণ্ডীগড়ে বাবার শেষকৃত্য করতে দেখা যায় আয়ুষ্মানকে; সঙ্গে ছিলেন তার ভাইও। শেষকৃত্যতে আয়ুষ্মানের চোখে চশমা থাকায় ওঠে সমালোচনার ঝড়। সেই ছবি ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।
পি খুরানাকে ‘বাবা’ নয়, বরং ‘বন্ধু’ ডাকতেই ভালোবাসতেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। বাবাকেই হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি। বাবাকে নিয়ে কোনো কথা বলতে না পারায় শোকসংবাদ ভাগ করে নিয়েছিলেন অভিনেতার মুখপাত্র।
বাবার মরদেহ কাঁধে করে নামানোর সময় আয়ুষ্মানের চোখে রোদচশমা ছিল। তা দেখে শুরু হয় কটাক্ষের বান।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা মন্তব্য করেছেন- ‘সানগ্লাস পরে বাবার শেষকৃত্য?’ কেউ বলেছেন- ‘সানগ্লাস খুলে শোকপ্রকাশ করুন। শ্মশানযাত্রায় এটা মানায় না।’ আরেকজন বলেছেন, ‘এই চশমাটা পরা খুব জরুরি ছিল?’
অনেকেই অভিনেতার পক্ষ নিয়েই কথা বলছেন। কেউ বলেছেন- ‘চশমা পরা অপরাধ নাকি? এই অভিনেতা দুঃখেই তো কাঁদছিলেন একটু আগে!’ কেউ বললেন, ‘খুব রোদ নিশ্চয়ই। এভাবে বলছেন কেন?’