নিজের শরীরকে ঘৃণা করেছি, কেন বললেন বিদ্যা

 বিনোদন ডেস্ক 
১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৬ পিএম  |  অনলাইন সংস্করণ

অভিনেত্রী সিল্ক স্মিতার চরিত্রে অভিনয় করে বিনোদন দুনিয়ায় ঝড় তুলেছিলেন বিদ্যা বালান। সিনেমাটির নাম ছিল ‘ডার্টি পিকচার’। এছাড়া অন্যান্য ছবিতে নারীর বিভিন্ন রূপ তুলে ধরে দর্শক ও চিত্র সমালোচকদের ব্যাপক প্রশংসা পেয়েছেন বিদ্যা।

বিদ্যা একটা সময় নিজের শরীর নিয়ে বেশখানিকটা নেতিবাচক ছিলেন। কখনো কখনো নিজেকে একটু স্লিম দেখানোর চেষ্টাও করতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি কেবল তার শরীরকে গ্রহণ করেননি, তাকে সর্বদা শরীরের ইতিবাচক দিক নিয়ে কথা বলতেও দেখা গিয়েছে। বিদ্যাকে তার বাড়তি ওজন এবং স্থূলতার জন্য অনেক কটূক্তির মুখে পড়তে হয়েছিল। অনেকে তাকে নিয়ে কুমন্তব্যও করতেন। সম্প্রতি বিদ্যা বালান এ বিষয়ে কথা বলেছেন।

বিদ্যা জানান, এখনো তাকে দেখে অনেকেই ধারণা করেন- একেবারেই শরীরচর্চা করেন না তিনি। যদিও সেই ধারণা পুরোপুরি ভুল। নিয়ম করে তিনি ঘাম ঝরান, এক্সারসাইজ তার পছন্দের।

এই বলিউড অভিনেত্রী বলেন, ‘শরীরের জন্য আমাকে অনেক সমালোচিত হতে হয়েছে। এটা মোটেও সহজ ছিল না। আমি সারা জীবন নিজের শরীরকে ঘৃণা করেছি।’

বিদ্যা আরও জানান, কেউ যদি তার কাছে এসে কখনো ওজন কমানোর কথা বলেন, তাহলেও তিনি সেই মানুষটাকে ধন্যবাদ জানান না কখনো। কারণ শরীর নিয়ে কোনো ধরনের কথা বলাই তার পছন্দ নয়। সঙ্গে যোগ করেন, তিনি ব্যায়াম করতে পছন্দ করেন; কিন্তু তার সম্পর্কে লোকের ধারণা, কোনো দিন এক্সারসাইজ করেন না তিনি।

বিদ্যা বলেন, ‘যেকোনো কারণেই হোক নায়িকাদের মতো নিখুঁত শরীর আমার নয়। যদিও এর কারণটা এখনো বের করতে পারিনি।’

তিনি ছোট থেকেই গোলগাল। তার মা ক্রমাগত চেষ্টা করতেন ওজন কমানোর। এমনকি স্কুলেও বন্ধুরা তার শরীর নিয়ে মজার মজার নাম দিতেন। এ নিয়ে বিদ্যা বলেন, ‘আমি ছোটবেলা থেকেই নিজের শরীরকে ঘৃণা করে বড় হয়েছি। খুব কম বয়সে হরমোনের সমস্যাও তৈরি হয়েছিল আমার শরীরে।’

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন