|
ফলো করুন |
|
|---|---|
চিত্রনায়ক ওমর সানী সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। প্রায়ই তিনি ব্যক্তিগতসহ নানা সমসাময়িক বিষয় নিয়ে স্যোশাল মিডিয়ায় লাইভ, ভিডিও পোস্ট কিংবা স্ট্যাটাস দেন। ইদানিং দেশের সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরছেন নব্বই দশকের জনপ্রিয় এই চিত্রনায়ক।
কিছুদিন আগে দেশের নিত্যপণ্যের দাম নিয়ে কথা বলেন ওমর সানী। নিত্যপণের মূল্যবৃদ্ধি নিয়ে কঠোরভাবে কথা বলেন তিনি। তার সেই বক্তব্য নিয়ে দেশের অনেক গণমাধ্যমও খবর প্রকাশ করেছে, এমনকি তার সেই বক্তব্যকে কোট করে স্টিকিও বানানো হয়। যেটি ফেসবুকে ভাইরাল হয়ে যায়।
এদিকে গত সপ্তাহেই টানা বর্ষণে রাজধানীর ঢাকাসহ কয়েকটি শহরের রাস্তাঘাট ডুবে যায়। এতে শহরগুলোর বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হয়। শুধু তাই নয়, চারজনের প্রাণহানির ঘটনাও ঘটেছে সেদিন। রাস্তায় জমে থাকা পানিতে বিদ্যুতের তাড় পড়ে স্বামী-স্ত্রী ও তাদের কন্যাসন্তানের মৃত্যু হয়। তাদের বাঁচাতে গিয়ে প্রাণ হারান এক তরুণ। তবে অলৌকিকভাবে সেদিন বেঁচে যায় ওই দম্পতির শিশুপুত্র।
এবার সেই ঘটনা নিয়ে ফেসবুকে কথা বলেছেন ওমর সানী। গতকাল (সোমবার) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এই নায়ক লেখেন, ‘আগে মনের পানি দূর করেন। দেখবেন আমাদের শহরের পানি এমনি নেমে যাবে।’
যদিও কাকে উদ্দেশ করে তিনি এই কথা বলেছেন তা উল্লেখ করেননি।
