Logo
Logo
×

টালিউড

বিয়ের পর টালিউডে তাসনিয়া ফারিণ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২১ পিএম

বিয়ের পর টালিউডে তাসনিয়া ফারিণ

ফাইল ছবি

বছর না ঘুরতেই ছোটপর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিণ ঝুলিতে ফের কলকাতার প্রজেক্ট। এবারের ছবি ‘পাত্রী চাই’। ‘আরও এক পৃথিবী’ সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক ঘটে ফারিণের। গত ফেব্রুয়ারিতে মুক্তি পায় ছবিটি।

আনন্দবাজার পত্রিকা সূত্রে জানা গেছে, ‘পাত্রী চাই’ ছবিতে তাসনিয়া ফারিণের সঙ্গে দেখা যাবে অর্জুন চক্রবর্তীকে। এছাড়া থাকছেন সব্যসাচী চক্রবর্তী ও মমতাশঙ্কর প্রমুখ। দুর্গাপূজার পরই শুরু হবে ছবিটির শুটিং। ‘পাত্রী চাই’ প্রযোজনা করছে প্রমোদ ফিল্মস। এটি মূলত কলকাতাভিত্তিক একটি প্রতিষ্ঠান। বিয়ের পর কলকাতায় এটিই কোনো সিনেমায় কাজ ফারিণের।

এদিকে ‘পাত্রী চাই’ নিয়ে নির্মাতা বিপ্লব গোস্বামী বলেছেন, ‘পুরুষতান্ত্রিক সমাজের ফাঁপা দম্ভকে নাড়িয়ে দেওয়ার গল্প এটি।’

ফারিণকে আগামীতে দেখা যাবে ‘পুনর্মিলনে’ নামে একটি ওয়েব ফিল্মে। যেটি নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। এতে তার সঙ্গে আছেন সিয়াম আহমেদ, শাশ্বত দত্ত, নূর ইমরান মিঠু প্রমুখ। শিগগিরই এটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম