Logo
Logo
×

ইউরোপ

মিউনিখ বিমানবন্দরের আকাশসীমায় হঠাৎ ড্রোন, ফ্লাইট চলাচল বন্ধ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ০৫:০৭ পিএম

মিউনিখ বিমানবন্দরের আকাশসীমায় হঠাৎ ড্রোন, ফ্লাইট চলাচল বন্ধ

মিউনিখ এয়ারপোর্ট। ছবি: আল-জাজিরা

জার্মানির ব্যস্ততম মিউনিখ বিমানবন্দরের আকাশসীমায় বেশ কয়েকটি ড্রোন দেখা গেলে সেখানকার বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনায় রাতভর বন্ধ থাকার পর শুক্রবার পুনরায় ফ্লাইট চালু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ইউরোপজুড়ে একই ধরনের বিমান চলাচলে বিঘ্নের এটি সর্বশেষ ঘটনা। 

ডেনমার্ক, নরওয়ে ও পোল্যান্ডের বিমানবন্দরগুলো সম্প্রতি অজ্ঞাত ড্রোনের কারণে ফ্লাইট স্থগিত করেছে, আর রোমানিয়া ও এস্তোনিয়া এ ঘটনায় রাশিয়াকে দায়ী করেছে। তবে রাশিয়া অভিযোগ উড়িয়ে দিয়েছে।

মিউনিখ এ তালিকায় সর্বশেষ শহর হিসেবে বৃহস্পতিবার রাতে আকাশপথ বন্ধ করে। এতে ৩০টিরও বেশি ফ্লাইট বাতিল বা অন্যত্র সরিয়ে নেওয়া হয় এবং প্রায় তিন হাজার যাত্রী আটকা পড়ে। তবে শুক্রবার ভোরেই ফ্লাইট চলাচল শুরু হয়।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলোতে দেখা যায়, স্থানীয় সময় ভোর ৫টা ৫০ মিনিটে বিমানবন্দর থেকে উড্ডয়ন শুরু হয়েছে।

জার্মান জাতীয় বিমান সংস্থা লুফথানসার একজন মুখপাত্র জানান, এরপর থেকে ফ্লাইট কার্যক্রম নিয়মিত সময়সূচি অনুযায়ী চলছে।

তিনি আরও জানান, বিমানবন্দর বন্ধ থাকায় লুফথানসার ১৯টি ফ্লাইট প্রভাবিত হয়েছে—কিছু বাতিল, আর কিছু অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

এর আগে পুলিশের এক মুখপাত্র এএফপিকে জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে এবং এক ঘণ্টা পর আবারও বিমানবন্দরের চারপাশে একাধিক ব্যক্তি ড্রোন দেখতে পান। এতে বিমানবন্দরের উভয় রানওয়ে এক ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য ক্যাম্পবেড, কম্বল, পানীয় ও খাবারের ব্যবস্থা করে। ড্রোনগুলোর উৎস শনাক্ত করতে জার্মান কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। পুলিশ হেলিকপ্টারও মোতায়েন করা হয়েছে, তবে ‘ড্রোনের ধরন ও সংখ্যা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি’।

ঘটনাটি জার্মান জাতীয় ছুটি ঐক্য দিবস ও মিউনিখে প্রতিদিন লাখো মানুষ আকৃষ্ট করা বার্ষিক অক্টোবর ফেস্টের শেষ সপ্তাহান্তের ঠিক আগে ঘটল।

সূত্র: আল-জাজিরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম