Logo
Logo
×

ইউরোপ

ল্যুভর মিউজিয়ামে চুরি: দুই সন্দেহভাজন গ্রেফতার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৫:৩৪ পিএম

ল্যুভর মিউজিয়ামে চুরি: দুই সন্দেহভাজন গ্রেফতার

ল্যুভর মিউজিয়াম। ফাইল ছবি

ঐতিহাসিক ল্যুভর মিউজিয়ামে মূল্যবান রত্ন চুরির ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে ফ্রান্সের পুলিশ। রোববার ফরাসি সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

লে প্যারিসিয়ান নামে একটি সংবাদমাধ্যম বলেছে, গ্রেফতারকৃতরা প্যারিসের শহরতলীর সেইন-সেন্ট-ডেনিসের বাসিন্দা। তাদের মধ্যে একজন চার্লস ডি গল বিমানবন্দরে দিয়ে বিমানে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। তখন তাকে গ্রেফতার করা হয়।

গত রোববার চার চোর বিশ্বের অন্যতম জনপ্রিয় মিউজিয়ামে প্রবেশ করে। ওই সময় তারা ওয়েল্ডিংয়ের যন্ত্রাংশ ব্যবহার করে দিনে-দুপুরে ভবনটিতে চুরি করতে যায়।

এ ঘটনার পর ফ্রান্সের বিচারমন্ত্রী জানান তাদের নিরাপত্তায় ঘাটতি ছিল।

জানা গেছে, চুরিরদিন সকাল ৯টা ৩০ মিনিটে মিউজিয়ামটি খোলা হয়। এর কিছুক্ষণ পরই চোরচক্রটি প্রবেশ করে।

সন্দেহভাজন চোররা সিন নদীর কাছে একটি যানচালিত সিঁড়ি নিয়ে এসেছিল। এটি দিয়ে তারা মিউজিয়ামের অ্যাপোলো গ্যালারিতে প্রবেশ করে।

একটি ছবিতে দেখা গেছে, সিঁড়িটি ভবনের প্রথম তলার সঙ্গে লাগানো আছে। দুই চোর গ্রিল কাটার যন্ত্র দিয়ে গ্রিল কেটে ভবনের ভেতর প্রবেশ করে।

এরপর সেখানে থাকা গার্ডদের হুমকি দিয়ে তারা ভবনের একটি রুম খালি করে ফেলে। সবাই চলে যাওয়ার পর গ্লাস কেটে মূল্যবান রত্ন নিয়ে পালায় চোররা।

পরবর্তীতে জানা যায়, চোররা ভবনের যে চারটি রুমে প্রবেশ করেছিল সেটির একটিতে কোনো ধরনের সিসি ক্যামেরা ছিল না।

ফরাসি পুলিশ জানিয়েছে, চোররা সেখানে মাত্র চার মিনিট ছিল। চুরি করে তারা রুমের বাইরে অপেক্ষামান দুটি স্কুটারে করে সেখান থেকে পালিয়ে যায়।

দুর্ধর্ষ এ চুরির পর ফ্রান্সে জাদুঘরসহ অন্যান্য সাংস্কৃতিক কেন্দ্রের নিরাপত্তা বাড়ানো হয়।

সূত্র: বিবিসি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম