ল্যুভরে চুরি: মূল্যবান গহনা ব্যাংক অব ফ্রান্সে স্থানান্তর
হাসান ইলিয়াছ তানিম, প্যারিস থেকে
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৩:২৫ এএম
|
ফলো করুন |
|
|---|---|
গত ১৯ অক্টোবর দিবালোকে ল্যুভর জাদুঘরে সংঘটিত প্রকাশ্য চুরির ঘটনায় নিরাপত্তা ঘাটতি নিয়ে বিশ্বখ্যাত জাদুঘরটি ব্যাপক সমালোচনার মুখে পড়ে। এবার জাদুঘরের কিছু মূল্যবান রত্নজহরত নিরাপত্তার স্বার্থে সরিয়ে নেওয়া হয়েছে, এমন খবর দিয়েছে ফরাসি গণমাধ্যম আরটিএল।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে আরটিএল জানিয়েছে, শুক্রবার গোপন পুলিশের কঠোর পাহারায় ল্যুভর জাদুঘরের অ্যাপোলো গ্যালারি থেকে কয়েকটি অমূল্য নিদর্শন স্থানান্তর করা হয়েছে। এ গ্যালারিতে জাদুঘরের সংরক্ষিত ফরাসি মুকুট রত্নের বড় অংশ প্রদর্শিত হয়।
ব্যাংক অব ফ্রান্স, যেখানে দেশের স্বর্ণভাণ্ডার ভূমির ২৭ মিটার নিচে বিশাল ভল্টে সংরক্ষিত থাকে, ল্যুভর থেকে মাত্র ৫০০ মিটার দূরে। ধারণা করা হচ্ছে, সংবেদনশীল শিল্পকর্মগুলো আপাতত সেখানেই রাখা হয়েছে। ল্যুভর ও ব্যাংক অব ফ্রান্স এ বিষয়ে কোনো তাৎক্ষণিক মন্তব্য করেনি।
উল্লেখযোগ্য, ১৯ অক্টোবরের ঘটনায় কার্যক্রম চলাকালীন উঁচু তলার একটি জানালা ভেঙে ক্রেন ব্যবহার করে একদল সশস্ত্র ডাকাত জাদুঘরে প্রবেশ করে। তারা মোট ৮টি মূল্যবান গয়না চুরি করে নেয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০২ মিলিয়ন ডলার। ডাকাতরা মোটরবাইকে করে মুহূর্তের মধ্যে এলাকা ত্যাগ করে।
ঘটনাটি বিশ্বজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ফ্রান্সে শিল্প ও ঐতিহ্যের নিরাপত্তা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। অনেকেই এটিকে দেশের জন্য ‘জাতীয় অপমান’ হিসেবে আখ্যায়িত করেছেন।
ফরাসি কর্তৃপক্ষ ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একাধিক তদন্ত শুরু করেছে এবং চোরদের খোঁজে অভিযান অব্যাহত রয়েছে।
