Logo
Logo
×

আন্তর্জাতিক

দুই দেশকে সতর্ক করল তুরস্ক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:১৬ পিএম

দুই দেশকে সতর্ক করল তুরস্ক

সংগৃহীত ছবি

ব্ল্যাক সি (কৃষ্ণসাগরে) অঞ্চলের নিরাপত্তা ইস্যুতে রাশিয়া ও ইউক্রেনকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তুরস্ক। দেশটির আকাশসীমায় অনুপ্রবেশ করা একটি ড্রোন ভূপাতিত করারর পর যুদ্ধে থাকা দুই দেশকে এমন বার্তা দেয় তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আল জাজিরা’র

দেশটির মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধের কারণে আমাদের পক্ষ থেকে সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। যাতে ব্ল্যাক সাগরের নিরাপত্তা ক্ষুণ্ন করতে পারে—এমন যেকোনো ঘটনার বিষয়ে উভয় পক্ষ আরও বেশি সতর্ক থাকে।’

সোমবার ব্ল্যাক সি দিক থেকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ ড্রোন তুরস্কের আকাশসীমার দিকে এগিয়ে এলে তা প্রতিহত করা হয়। ঘটনাটি এমন এক সময় ঘটে, যখন সম্প্রতি ইউক্রেন তুরস্কের উপকূলসংলগ্ন এলাকায় রাশিয়ার কথিত ‘শ্যাডো ফ্লিট’ ট্যাংকারে হামলা চালায়। তবে ড্রোনটির উৎস সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি তুর্কি কর্তৃপক্ষ।

তুর্কি মন্ত্রণালয় আরও জানায়, ড্রোনটি ভূপাতিত হওয়ার পর ছোট ছোট অংশে ভেঙে বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে। ফলে এর সুনির্দিষ্ট পরিচয় নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে। ড্রোনটির ধ্বংসাবশেষ উদ্ধারে অনুসন্ধান ও কারিগরি বিশ্লেষণের কাজ এখনো চলমান রয়েছে বলে জানানো হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম