Logo
Logo
×

ইউরোপ

ইউক্রেন যুদ্ধের সমাধান কিভাবে, জানালেন কাজা ক্যালাস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৪৪ পিএম

ইউক্রেন যুদ্ধের সমাধান কিভাবে, জানালেন কাজা ক্যালাস

এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা ক্যালাস। ছবি: অ্যাসোসিয়েটেড প্রেস

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ নিয়ে বিশ্বের অন্যান্য দেশে মতো এস্তোনিয়াও উৎকণ্ঠিত। ইউক্রেনের সামরিক বাহিনীতে অনেক বড় অবদান রেখেছে দেশটি। ইউক্রেন যুদ্ধের সমাধান কিভাবে তা নিয়ে আলোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী কাজা ক্যালাস। তিনি রোববার জামার্নির মিউনিখে এ নিয়ে কথা বলেছেন। খবর অ্যাসোসিয়েটেড প্রেসের।

এস্তোনিয়ার প্রধানমন্ত্রী বলেন, একদিন ইউক্রেনের যুদ্ধ শেষ হবে। পশ্চিমাদের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলার সুযোগ থাকলে রাশিয়াকে অবশ্যই যুদ্ধাপরাধের বিচারের মুখোমুখি হতে হবে। পাশাপাশি প্রতিবেশীর ওপর আগ্রাসন চালানোর সিদ্ধান্তের জন্য বিচারের আওতায় আনা হবে।

মিউনিখে নিরাপত্তা সম্মেলনের ফাঁকে কাজা ক্যালাস এসব কথা বলার আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস যুদ্ধাপরাধ নিয়ে কথা বলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র শনাক্ত করতে পেরেছে ইউক্রেনে মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে রাশিয়া এবং এজন্য তাকে জবাবদিহি করতে হবে। তিনি আরও বলেন, ‘অবশ্যই বিচার হওয়া উচিত।’ রাশিয়ার শয়তানি করার প্রচেষ্টার কারণে রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভকে প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন।

কাজা ক্যালাস বলেন, ‘এই সংঘাত একটি শান্তি চুক্তির মাধ্যমে সমাধান হতে পারে।’ তিনি আরও বলেন, ‘আমরা যদি এই যুদ্ধ থেকে কোনো শিক্ষা না নেই এবং যুদ্ধাপরাধের বিচার না করি, তাহলে এ অপরাধ চলতেই থাকবে।’

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নুরেমবার্গের বিচারে নাৎসি অপরাধের বিচার করা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।
ক্যালাস আরও বলেন, পাঁচ দশক ধরে এস্তোনিয়ান, লাটভিয়ান এবং লিথুয়ানিয়ান সোভিয়েত দখল করে রাখলেও স্নায়ুযুদ্ধের পরে বিচারের জন্য কোনো ট্রাইব্যুনাল গঠন করা হয়নি। 

এবার রাশিয়ার নেতৃত্বকে দায়ী করতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক নিয়ে কথা বলার আগে তাদের যুদ্ধাপরাধের বিচার করতে হবে। 

চীন শান্তি আলোচনার আহ্বান জানিয়েছে এবং পশ্চিমা দেশগুলি ইউক্রেনকে সশস্ত্র করে যুদ্ধকে দীর্ঘায়িত করছে- এমন বিষয়ে জানতে চাইলে ক্যালাস বলেন, সবাই শান্তি চায়। তবে ইউক্রেনের ভূখণ্ড রাশিয়ার কাছে হস্তান্তরের বিষয়টি ‘আগ্রাসন’ হিসেবেই ইঙ্গিত দেবে বিশ্ব। 

আগ্রাসনের জন্য অবশ্যই রাশিয়াকে একটি উচ্চ মূল্য দিতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, বিশ্বের সব আগ্রাসী বা আগ্রাসনকারীরা মনে করে যে, আগ্রাসনের জন্য তাদের মূল্য চুকাতে হবে না। কিন্তু পুতিনকে উচ্চ মূল্য দিতে হবে। 

প্রসঙ্গত, এস্তোনিয়া ছোট একটি বাল্টিক দেশ। দেশটির মাথাপিছু আয় অনেক বেশি, ইউক্রেনে সামরিক সহায়তার ক্ষেত্রে অনেক বড় অবদান রেখেছে। ৪৫ বছর বয়সি ক্যালাস এস্তোনিয়ার মধ্য-ডান সংস্কার পার্টির নেতৃত্ব দেন।  তিনি ২০২১ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

ইউক্রেন রাশিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম