ইউক্রেনকে হুমকি
আমরা আরও ২১ বছর যুদ্ধ করতে সক্ষম: রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২৫, ০২:১৪ পিএম
তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইউক্রেন শান্তি আলোচনায় দুদেশের প্রতিনিধিরা। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইউক্রেনকে হুমকি দিয়ে রাশিয়া বলেছে, তারা কমপক্ষে আরও ২১ বছর লড়াই করতে সক্ষম। তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইউক্রেন শান্তি আলোচনায় রুশ প্রতিনিধিদলের নেতৃত্বদানকারী ক্রেমলিনের সহযোগী ভ্লাদিমির মেডিনস্কি এমন কথা বলেন।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য টেলিগ্রাফ।
ভ্লাদিমির মেডিনস্কি বলেছেন, মস্কো শান্তি চায় কিন্তু ‘যত দীর্ঘ সময় লাগবে’ লড়াই করবে।
ইউক্রেনীয় প্রতিনিধিদলকে মেডিনস্কি বলেন, ‘আমরা যুদ্ধ চাই না। তবে আমরা এক বছর, দুই বছর, তিন বছর- যত দীর্ঘ সময় লাগে লড়াই করতে প্রস্তুত। আমরা ২১ বছর ধরে সুইডেনের সঙ্গে যুদ্ধ করেছি। আপনি কতক্ষণ লড়াই করতে প্রস্তুত?’
উল্লেখ্য, রাশিয়া এবং সুইডেনের মধ্যে সংঘটিত গ্রেট নর্দার্ন যুদ্ধ, ১৭০০ থেকে ১৭২১ সাল পর্যন্ত পিটার দ্য গ্রেটের শাসনামলে ২১ বছর ধরে চলেছিল। পুতিন এর আগে নিজেকে সাবেক রুশ সম্রাটের সঙ্গে তুলনা করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই আলোচনা ৯০ মিনিটেরও বেশি সময় ধরে চলে। আলোচনার সবচেয়ে উল্লেখযোগ্য ফলাফল ছিল যুদ্ধবন্দি বিনিময়ের বিষয়ে একটি চুক্তি। চুক্তির আওতায় এক হাজার বন্দি সেনা বিনিময় করা হবে।
তবে, ইউক্রেন রাশিয়ার সমালোচনা করে বলেছে যে, তারা কিয়েভের বাহিনীকে চারটি অঞ্চল থেকে প্রত্যাহারের দাবি করেছে। যখন ইউক্রেনীয় প্রতিনিধিদল চারটি অঞ্চল ছেড়ে দেওয়ার দাবির তীব্র প্রতিবাদ জানায়, তখন রুশ আলোচকরা উত্তর দেন, ‘পরের বার পাঁচটি হবে। ’
ইউক্রেন যুদ্ধ অবসানের উদ্দেশে তুরস্কে দেশ দুটির বৈঠকের বিষয়টি কয়েকদিন ধরেই আলোচনায় রয়েছে। তবে এতে দুদেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ভ্লাদিমির পুতিন অংশ নেননি। বুধবার ট্রাম্পও এ বৈঠকে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। পরোক্ষভাবে তিনি পুতিনকে সেখানে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পুতিন সেখানে যেতে রাজি হননি।
ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার জানান, তার সঙ্গে পুতিনের দেখা হওয়ার আগে যুদ্ধবিরতি সফল হবে না।
