Logo
Logo
×

ইউরোপ

অস্ট্রিয়ায় স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত ৮

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৫, ০৪:৩৪ পিএম

অস্ট্রিয়ায় স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত ৮

ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে। ছবি: বিবিসি

অস্ট্রিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর গার্জের একটি মাধ্যমিক স্কুলে বন্দুকধারীর হামলায় শিক্ষার্থী ও শিক্ষকসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন। খবর বিবিসির।

দেশটির রাষ্ট্রায়াত্ত সংবাদমাধ্যম ওআরএফ জানিয়েছে, বন্দুকধারী প্রায় এক ঘণ্টা স্কুলটিতে তাণ্ডব চালায়। এরপর সেখানে পুলিশ উপস্থিত হয়। ধারণা করা হচ্ছে, বন্দুকধারী নিজেই পরবর্তীতে আত্মহত্যা করেন।

স্থানীয় মেয়র এলকে কাহর বার্তাসংস্থা এপিএ নিউজকে জানিয়েছেন, নিহতদের মধ্যে সন্দেহভাজন বন্দুকধারী আছে। পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, বন্দুকধারী ওই স্কুলেরই শিক্ষার্থী ছিল।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ড্রেইয়ার্সচুৎজেনগাস স্কুলে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারী নিহত হওয়ায় এখন আর সেখানে কোনো ধরনের ঝুঁকি নেই বলে জানিয়েছে পুলিশ।

যে স্থানে হামলা হয়েছে সেটি অস্ট্রিয়ার দ্বিতীয় বৃহৎ শহর। রাজধানী ভিয়েনা থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থিত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম