ইরানের পারমাণবিক স্থাপনায় রুশ কর্মীরা, কী করবে মস্কো?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০৩:১০ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ইরানের বুশেহর পারমাণবিক স্থাপনায় রুশ নাগরিকেরা কাজ করছেন বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত শুক্রবার (১৩ জুন) থেকে ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালালেও এখনও এই স্থাপনায় হামলা করেনি ইসরাইল। যদি এই স্থাপনায় ইসরাইল হামলা চালায় তাহলে তার প্রভাব পড়বে রাশিয়ার ওপরও। যার ফলে নিজের স্বার্থেই রাশিয়া কখনোই চাইবে না চলমান এই সংঘাতে ইরানের ‘পতন’ হোক বা দেশটি ‘ধ্বংসাত্মক পরিস্থিতির’ মুখোমুখি হোক।
রাশিয়া ২০০৫ সালে ইরানের বুশেহর পারমাণবিক স্থাপনার নির্মাণ কাজ শুরু করে এবং ২০১১ সালে এটি চালু হয়।
যার ফলে দেখা যাচ্ছে, ইরানের পারমাণবিক কর্মসূচিতে রাশিয়ার স্পষ্টতই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়া দেশটি ইতিমধ্যেই ইরানের সঙ্গে একটি ২০ বছরের কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে; যার মধ্যে ইরানের অভ্যন্তরে কমপক্ষে আরও তিনটি পারমাণবিক স্থাপনা নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে। ফলে ইসরাইলের সঙ্গে ইরানের চলমান সংঘাত রাশিয়াকে প্রভাবিত করছে।
আরও পড়ুন: ইরানের পারমাণবিক বাংকার ধ্বংস করতে পারে যে শক্তিশালী মার্কিন বোমা
শুক্রবার ইরান ও ইসরাইলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলছেন। সেইসঙ্গে তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও কথা বলেছেন। ফোনালাপে তিনি রাশিয়ার ওপর চলমান সংঘাতের প্রভাবও তুলে ধরেছেন।
যদিও দুটি দেশের ইতিহাস খুবই জটিল, তবে তা সত্ত্বেও, রাশিয়ার স্বার্থে এই সংঘাতে ইরানের ‘পতন’ কখনোই চাইবে না মস্কো।
তথ্যসূত্র: আলজাজিরা
