Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানে যুক্তরাষ্ট্রের কৌশলগত পারমাণবিক অস্ত্রের ব্যবহার বিপর্যয় ডেকে আনবে: রাশিয়া

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৫, ০৩:০২ পিএম

ইরানে যুক্তরাষ্ট্রের কৌশলগত পারমাণবিক অস্ত্রের ব্যবহার বিপর্যয় ডেকে আনবে: রাশিয়া

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। ছবি: সংগৃহীত

ইরানের যুক্তরাষ্ট্রের কৌশলগত পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহার একটি বিপর্যয়কর পরস্থিতি ডেকে আনবে।  শুক্রবার (২০ জুন) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস। 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের জানানো হয়েছে যে, ফোর্ডোতে ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার বিরুদ্ধে প্রচলিত বোমা ব্যবহার করলে এটি সম্পূর্ণরূপে ধ্বংস হবে না।  এটিকে  ধ্বংস করার জন্য প্রাথমিকভাবে প্রচলিত বোমা দিয়ে আক্রমণ করতে হবে এবং পরে একটি বি-২ বোমারু বিমান থেকে কৌশলগত পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করতে হবে।

তবে, ব্রিটিশ সংবাদপত্রটি জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোর্ডোতে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বিবেচনা করছেন না এবং প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন হোয়াইট হাউস সিচুয়েশন রুমে বৈঠকে এই সম্ভাবনাটি উপস্থাপন করেননি।

ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, ইসরাইল ও ইরান সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য জড়িত থাকার বিষয়ে যেকোনো সিদ্ধান্ত দুই সপ্তাহের মধ্যে নেওয়া হবে।

ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা রাশিয়া ইসরাইলের পক্ষ হয়ে মার্কিন সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোরভাবে সতর্ক করেছে।

তথ্যসূত্র: রয়টার্স

ঘটনাপ্রবাহ: ইরান-ইসরাইল সংঘাত


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম