Logo
Logo
×

ইউরোপ

গাজাকে সহায়তার জন্য সব করছে তুরস্ক, দাবি এরদোগানের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০৪:৫৫ পিএম

গাজাকে সহায়তার জন্য সব করছে তুরস্ক, দাবি এরদোগানের

গাজাকে সহায়তার জন্য তুরস্ক সব করছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।  তুরস্কের সব রাষ্ট্রীয় সম্পদ ও কূটনৈতিক সক্ষমতা কাজে লাগানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি। সোমবার আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

এরদোয়ান বলেন, আমরা নেতানিয়াহু ও তার খুনি চক্রকে তাদের রাজনৈতিক জীবন দীর্ঘায়িত করার জন্য আমাদের অঞ্চলকে আরও বড় বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারি না।

গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরাইল গাজায় প্রায় ৬১ হাজার ৫০০ মানুষকে হত্যা করেছে। ইসরাইলি সামরিক অভিযান পুরো উপত্যকাকে ধ্বংস করে দিয়েছে, সৃষ্টি করেছে ভয়াবহ মানবিক সংকট। এর মধ্যে রয়েছে অনাহারে মৃত্যু, রোগব্যাধি ও জোরপূর্বক বাস্তুচ্যুতিও। 


গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

এ ছাড়া গাজায় যুদ্ধের জন্য ইসরাইল বর্তমানে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলার মুখোমুখি রয়েছে।

সূত্র: ইয়েনিসাফাক

ঘটনাপ্রবাহ: হামাস ইসরাইল যুদ্ধ


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম