Logo
Logo
×

আন্তর্জাতিক

কিমের সঙ্গে পুতিনের ফোনালাপ, পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০৯:২৬ পিএম

কিমের সঙ্গে পুতিনের ফোনালাপ, পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার একটি ফোনালাপের মাধ্যমে নিজেদের সহযোগিতা পুনর্ব্যক্ত করেছেন।

বুধবার (১৩ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি।

ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, ফোনালাপে কিম ও পুতিন ‘মৈত্রী, পারস্পরিক সদ্ভাব ও সহযোগিতার আরও উন্নয়নে নিজেদের অঙ্গীকার পুনঃস্থাপন করেছেন’।

উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কিম ‘উভয় দেশের মধ্যে গড়ে ওঠা সহযোগিতা উচ্চ মূল্যায়ন করেছেন’।


ক্রেমলিন জানিয়েছে, ফোনালাপে অন্যান্য বিষয়ের মধ্যে ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের আলাস্কায় শুক্রবারের বৈঠকের বিষয়—তবে উত্তর কোরিয়ার সরকারি সূত্রে এটি উল্লেখ করা হয়নি।

রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। জানা যায়, পিয়ংইয়াং থেকে কমপক্ষে ১০,০০০ সেনা রুশ বাহিনীর সঙ্গে কাজ করছে।

এ সপ্তাহের শুরুতে খবর আসে, মস্কোর নির্মাণ কাজে প্রেরিত উত্তর কোরিয়ান শ্রমিকদের ‘দাসের মতো জীবন’ মোকাবিলা করতে হচ্ছে, যা যুদ্ধের কারণে শ্রমিক সংকট আরও বাড়িয়েছে।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প-পুতিন বৈঠক


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম