Logo
Logo
×

ইউরোপ

পুতিন-জেলেনস্কি বৈঠক শর্তসাপেক্ষে সম্ভব, জানাল রাশিয়া

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১০:৩৩ পিএম

পুতিন-জেলেনস্কি বৈঠক শর্তসাপেক্ষে সম্ভব, জানাল রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে রাজি, তবে শর্ত হলো—দুই দেশের মধ্যে চলমান সংঘাতের সমাধানসংক্রান্ত সব বিষয় আগে থেকেই প্রস্তুত করা থাকতে হবে। এ কথা জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

সম্প্রতি পুতিন ও জেলেনস্কির সঙ্গে আলাদা বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব দেন যে, ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনের আগে রাশিয়া ও ইউক্রেনের দুই নেতার একান্ত বৈঠক হওয়া উচিত। এদিকে জেলেনস্কিও ওয়াশিংটনে গিয়ে ঘোষণা করেছেন, তিনি পুতিনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী।

ল্যাভরভ বৃহস্পতিবার বলেন, পুতিন বারবার জানিয়েছেন তিনি আলোচনায় প্রস্তুত, তবে শীর্ষ পর্যায়ের বৈঠকের আগে সব বিষয় সুপরিকল্পিতভাবে মীমাংসিত থাকতে হবে।

তিনি আরও মনে করিয়ে দেন, জেলেনস্কি এর আগে পুতিনের সঙ্গে কোনো আলোচনায় বসবেন না বলে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছিলেন, এমনকি ২০২২ সালে একটি ডিক্রি জারি করে আলোচনাও নিষিদ্ধ করেছিলেন। এখনো সেই আদেশ বাতিল করা হয়নি।

ল্যাভরভ অভিযোগ করে বলেন, জেলেনস্কি আসলে গঠনমূলক আলোচনার পরিবর্তে ‘বিশেষ প্রভাব ও প্রদর্শনী’ তৈরি করতে চান। 

অন্যদিকে ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন, সোমবার পুতিন ও ট্রাম্পের টেলিফোন আলাপে রাশিয়া-ইউক্রেন সরাসরি আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে একমত হয়েছেন। 

রাশিয়ার অবস্থান হলো—কোনো স্থায়ী সমাধানের জন্য সংঘাতের মূল কারণগুলো দূর করতে হবে, রাশিয়ার নিরাপত্তা উদ্বেগ মেটাতে হবে এবং বর্তমান ভূখণ্ড বাস্তবতাকে স্বীকৃতি দিতে হবে। এর মধ্যে রয়েছে ক্রিমিয়া ও ২০২২ সালে গণভোটে রাশিয়ায় যোগ দেওয়া চারটি ইউক্রেনীয় অঞ্চল (দোনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিজঝিয়া ও খেরসন)।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন যুদ্ধ


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম