Logo
Logo
×

আন্তর্জাতিক

মহড়াকালে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, প্রাণ গেল পাইলটের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ০৯:৫৯ এএম

মহড়াকালে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, প্রাণ গেল পাইলটের

ছবি: রয়টার্স

আবারও বিধ্বস্ত হলো মার্কিন তৈরি একটি এফ-১৬ যুদ্ধবিমান।এবার পোল্যান্ডে সামরিক মহড়া চলাকালে ঘটে দুর্ঘটনাটি। এতে প্রাণ গেছে যুদ্ধবিমানটির পাইলটের। বিষয়টি নিশ্চিত করেছে পোল্যান্ডের সশস্ত্র বাহিনী।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) পোল্যান্ডের পশ্চিমাঞ্চলীয় একটি বিমান ঘাঁটিতে দুর্ঘটনাটি ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আকাশে থাকা অবস্থায় হঠাৎ করেই দ্রুত নিচের দিকে নামতে থাকে যুদ্ধবিমানটি। একপর্যায়ে মাটিতে আছড়ে পড়ে আকাশযানটি। মুহূর্তেই আগুন ধরে যায় ফাইটার জেটটিতে। এ ঘটনায় কোনো পথচারী আহত হননি। জানা যায়নি দুর্ঘটনার কারণও। 

গুরুত্বপূর্ণ ন্যাটো মিত্র হওয়ায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২০০৩ সালে এফ-সিক্সটিন মডেলের যুদ্ধবিমান কেনে পোল্যান্ড।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম