|
ফলো করুন |
|
|---|---|
* জোকস-১
ছেলে: বাবা, গাড়ির চাবিটা দাও।
বাবা: কেন? চাবি দিয়ে কী করবে?
ছেলে: পার্টিতে যাবো। তোমার ২০ লাখ টাকার গাড়িতে চড়ে গেলে আমার প্রেস্টিজ অনেক হাই হয়ে যাবে।
বাবা: এই নে ২০ টাকা। ৫০ লাখ টাকার বাসে চড়ে গেলে তোর ইজ্জত আড়াই গুণ বেড়ে যাবে।
* জোকস-২
একবার পাড়ার এক অনুষ্ঠানে লিমনকে আত্মহত্যা সম্পর্কে কিছু বলতে বলা হয়েছিলো। লিমন ভাষণ দিচ্ছে-
‘বন্ধুগণ, আত্মহত্যা হচ্ছে এমন একটা খারাপ জিনিস যেটা করলে আপনার নিজেকে ক্ষতি করা হয়। আত্মহত্যা এমন এক জিনিস যেটা করলে পাপ হয়, যেটা করলে দোষ হয়।
আত্মহত্যা করা মানে হল আপনার মাথায় যে বুদ্ধি নেই তার পরিচয় দেওয়া, আপনি যে পাগল তার পরিচয় দেওয়া।
তবে যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই, এভাবে আত্মহত্যা করার চেয়ে নিজের মাথায় নিজে গুলি করে মরা ভালো!’
* জোকস-৩
নারী: হ্যালো! এটা কি অমুক ফোনের কাস্টমার কেয়ার?
কাস্টমার কেয়ার: হ্যা! ম্যাডাম বলুন। আমরা কিভাবে আপনাকে সাহায্য করতে পারি।
নারী: আমার ছেলে আমার মোবাইলের সিমটা খেয়ে ফেলেছে।
কাস্টমার কেয়ার: আপনি ওকে ইমিডিয়েট ডাক্তারের কাছে নিয়ে যান। এখানে ফোন করে সময় নষ্ট করছেন কেন?
নারী: না, আমি বলছিলাম আমার সিমটাতে ২০০ টাকার টকটাইম আছে।
কাস্টমার কেয়ার: তাতে কি?
নারী: যতক্ষণ না পর্যন্ত সিমটা বের করা হচ্ছে; ততক্ষণ আমার ছেলেটা যদি কথা বলে তাহলে আমার ব্যালেন্স কাটা যাবে না তো!
